× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

৭ গোলের রোমাঞ্চে উরুগুয়েকে হারালো জাপান

খেলা

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০১৮, বুধবার

নতুন কোচ হাজিমে মরিয়াসুর অধীনে টানা তিন ম্যাচ জিতে উড়ছে জাপান। গতকাল নিজ মাঠে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে ৪-৩ গোলে হারায় ব্ল সামুরাইরা। জাপানের হয়ে জোড়া গোল করেন তরুণ ফরোয়ার্ড তাকুমি মিনামিনো। দুবার পিছিয়ে থেকে সমতায় ফেরেন এডিনসন কাভানিরা। ম্যাচের ১০ মিনিটে জাপানকে লিড এনে দেন মিনামিনো। ২৮ মিনিটে গোল পরিশোধ করেন মিডফিল্ডার গাস্টন পিরেইরো। আট মিনিট পর ফরোয়ার্ড ইউইয়া ওসাকার গোলে আবারো লিড নেয় স্বাগতিকরা। ৫৭ মিনিটে উরুগুয়েকে সমতায় ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলেন কাভানি।
৫৯ মিনিটে তরুণ প্লে-মেকার রিটসু দোয়ান ও ৬৬ মিনিটে স্কোরলাইন ৪-২ করেন মিনামিনো। ৭৫ মিনিটে সুয়ারেজহীন উরুগুয়ের তৃতীয় গোলটি করেন ফরোয়ার্ড জোনাথন রদ্রিগেজ। আগের দুই প্রীতি ম্যাচে কোস্টারিকার পর পানামাকেও ৩-০ গোলে হারায় জাপান। অন্যদিকে টানা দুই হারে বিশ্বকাপের পর মিশ্র অভিজ্ঞতা নেয় উরুগুয়ে। মেক্সিকোকে ৪-১ গোলে হারানোর পর দক্ষিণ কোরিয়ার মাঠে ২-১ গোলে হার দেখে অস্কার তাবারেজের শিষ্যরা।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর