× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

এল ক্লাসিকোতে ঝুলছে রিয়াল কোচের ভাগ্য

খেলা

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০১৮, বুধবার

 রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি করায় রাশিয়া বিশ্বকাপ শুরুর আগে স্পেনের কোচের পদ থেকে বরখাস্ত হন হুলেন লোপেতেগি। আর রিয়ালের ডাগআউটে জিনেদিন জিদানের উত্তরসূরি হয়ে কঠিন বাস্তবতা দেখছেন এই স্প্যানিয়ার্ড কোচ। স্পেনের পর রিয়ালেও চাকরি হারানোর হুমকিতে লোপেতেগি! স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর দাবি, বিকল্প কোচ খুঁজতে শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ। আর ৫২ বছর বয়সী লোপেতেগির ভাগ্য ঝুলছে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো ম্যাচে। সূত্রমতে, লোপেতেগিকে তিন ম্যাচের সুযোগ দিয়েছে রিয়াল। লা লিগায় আগামী ২৮শে অক্টোবর বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে লেভান্তে ও ভিক্টোরিয়া প্লাজেনের (ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ) বিপক্ষে নামবে লস ব্লাঙ্কসরা। ম্যাচের ফলাফল ও পারফরমেন্সের ওপর ভিত্তি করে লোপেতেগির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। রিয়ালের পছন্দের তালিকায় আছেন সাবেক চেলসি কোচ অ্যান্তোনিও কন্তে।
রিয়ালকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জিতিয়ে জিদান সরে দাঁড়ানোর পর কন্তেও কোচের প্রার্থীদের একজন ছিলেন। লোপেতিগের অধীনে লা লিগায় ৮ ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জয় পেয়েছে রিয়াল। আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ জয়হীন (৩ হার, ১ ড্র) লস ব্লাঙ্কসরা। এই চার ম্যাচেই গোলখরায় রিয়ালের আক্রমণভাগ। সেভিয়ার মাঠে ৩-০ গোলে হারের পর সান্টিয়াগো বার্নাব্যুতে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্র করে লোপেতেগির শিষ্যরা। এরপর চ্যাম্পিয়ন্স লীগে সিএসকেএ মস্কোর মাঠ থেকে ১-০ গোলে হার নিয়ে ফেরার পর লা লিগায় দেপোর্তিভো আলাভাসের মাঠেও একই অভিজ্ঞতা নেয় গ্যালাকটিকোরা।

সব মিলিয়ে এই মৌসুমে চার ম্যাচে পরাজয় বরণ করে রিয়াল। এবার অ্যাটলেটিকোর বিপক্ষে ইউয়েফা সুপার কাপে ৪-২ গোলে হারের লজ্জায় মৌসুম শুরু হয় ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর