× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আসছে আজ

খেলা

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০১৮, বুধবার

আগামী বছরের মে মাসে ইংল্যান্ডে বসছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর। যে আসরে একটি ট্রফির জন্য লড়বে সেরা ১০টি দল। যে ট্রফি নিয়ে এত লড়াই, সেই ট্রফিটি আজ আসছে বাংলাদেশে। ঢাকায় পৌঁছার পর সকাল ১১টা থেকে ১২টায় শেরে বাংলা স্টেডিয়ামস্থ বিসিবি একাডেমির সামনে রাখা হবে ট্রফিটি। জাতীয় দলের ক্রিকেটারদের জন্যই বিসিবি একাডেমির সামনে প্রদর্শিত হবে এটি। যেহেতু জিম্বাবুয়ে সিরিজের জন্য মিরপুর স্টেডিয়ামেই অনুশীলন চলছে মাশরাফিদের, তাই সেখানে প্রদর্শনের ব্যবস্থা করছে বিসিবি। স্বচক্ষে এই ট্রফিটি দেখার সুযোগ থাকছে সাধারণ ক্রিকেটপ্রেমীদেরও। ঢাকা, সিলেট আর চট্টগ্রাম এই তিন শহরেই যাচ্ছে বিশ্বকাপ ট্রফি।
আগামীকাল ঢাকায় যমুনা ফিউচার পার্কে ট্রফিটি সর্বসাধারণের দেখার জন্য উন্মুক্ত থাকবে। পরের দিন ১৯শে অক্টোবর সিলেট ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আর ২০শে অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ট্রফিটি প্রদর্শিত হবে। ২০১৯ বিশ্বকাপ হবে রাউন্ড-রবিন লীগ পদ্ধতিতে। ১০ দলের প্রত্যেকেই এক অপরের মোকাবিলা করবে। ম্যাচ হবে মোট ৪৫টি। প্রত্যেক দল খেলবে ৯টি করে ম্যাচ। আর সেরা চার দল খেলবে নকআউট পর্বে। ১৯৯২’র বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল এমন পদ্ধতিতে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর