× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

পঞ্চগড় ১ ও ২ আসনে জাগপা’র প্রার্থিতার পরিবর্তন

বাংলারজমিন

পঞ্চগড় প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৮, বুধবার

 জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় ১ আসনে প্রার্থিতার পরিবর্তন এনেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। এ আসনে জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত শফিউল আলম প্রধানের মেয়ে ও বর্তমান দলের কেন্দ্রীয় সহসভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান সম্ভাব্য ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে তৎপরতা চালালেও এখন তার পরিবর্তে প্রধানের ছেলে প্রকৌশলী রাশেদ প্রধান প্রার্থী হওয়ার জন্য নির্বাচনী এলাকায় গণসংযোগের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পরিচিত হওয়াসহ নিজের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরছেন। গত সোমবার দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি প্রার্থিতা ঘোষণা করেন। এ সময় ২ আসনে ব্যারিস্টার তাসমিয়া প্রধানকে প্রার্থিতা ঘোষণা করা হয়। রাশেদ প্রধান বলেন, মানুষের ভাগ্য উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, মাদক নির্মূল ও দুর্নীতিমুক্ত অঞ্চল গঠনের লক্ষ্যে এবং ২০ দলীয় জোটের ২০৩০ ভিশন বাস্তবায়নে ১ আসনে কাজ করতে চান। বাবার স্মৃতিচারণ করে তিনি বলেন, শফিউল আলম প্রধানকে পঞ্চগড়ের সর্বস্তরের মানুষ ভালোবাসার পাশাপাশি শ্রদ্ধাভরে মনে রেখেছে। তার স্বপ্নগুলো পূরণ করার জন্য দুটি আসনেই আমরা ২০ দলের শরিক দল হিসেবে মনোনয়ন চাইব। তবে জোটের সিদ্ধান্ত মেনে নেবো। জোটের সিদ্ধান্ত আমাদের পক্ষেই থাকবে বলে আশা করছি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জাগপার আহ্বায়ক আনছার আলী, সদস্য সচিব মফিজুল ইসলাম মফি, সদর উপজেলা জাগপার সভাপতি এমদাদুল হক ভূইয়া, কেন্দ্রীয় যুব জাগপার সহসভাপতি শাহজাহান সিরাজ, যুগ্ম আহ্বায়ক গুলশান আলম প্রধান, জেলা যুব জাগপার আহ্বায়ক শাহরিয়ার বিপ্লব, তেঁতুলিয়া উপজেলা জাগপার সভাপতি আবদুল খালেক, আটোয়ারী উপজেলা জাগপার সভাপতি নজরুল ইসলাম, বোদা উপজেলা জাগপার সভাপতি সিরাজ মাস্টার, দেবীগঞ্জ উপজেলা জাগপার সাধারণ সম্পাদক মোবাশ্বের রাশেদিন, জেলা জাগপা ছাত্রলীগের সভাপতি শাহাদত হোসেন সেলিম, সাধারণ সম্পাদক বাবুল হকসহ জাগপার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর