× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

আর্জেন্টিনাকে শেষ মুহূর্তে হারালো ব্রাজিল

খেলা

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০১৮, বুধবার

ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথে যেই তুমুল প্রতিদ্বন্দ্বিতা থাকে সেই চিত্র দেখা যায়নি সৌদি আরবের জেদ্দায়। সুপার ক্লাসিকোতে শেষ মুহূর্তের নাটকীয়তার মেসিবিহীন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারায় নেইমারের দল। দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর খেলা দেখতে জেদ্দার বাদশাহ আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ভিড় করেন দর্শকরা। কিন্তু ম্যাচেই তেমন উত্তেজনা চোখে পড়েনি। পুরো ম্যাচে দুইদল মাত্র ২৩টি শট নেয়। ব্রাজিলের শট ১২টি আর ১১টি শট নেয় আর্জেন্টিনা। এর বেশিরভাগই ছিল দ্বিতীয়ার্ধের শেষদিকে। কিন্তু অনটার্গেটে ছিল মাত্র ৪টি শট।
৩টি শট লক্ষ্যে রাখতে পারেন নেইমার-জেসুস-কুটিনহোরা। ইকার্দি-দিবালারা মাত্র ১টি শট সরাসরি গোলমুখে নেন। ৬৩% বল দখলে রাখে সেলেকাওরা। নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য থাকে। চার মিনিটের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দুর্বল রক্ষণের খেসারত দেয় আলবিসেলেস্তেরা। নেইমারের কর্নার কিক থেকে ফাঁকায় থাকা মিরান্ডার হেডে বল জালে জড়ায়। আর রেফারি শেষ বাঁশি বাজানোর পর শিরোপা উল্লাসে মাতে লিওনার্দো বাচ্চি তিতের শিষ্যরা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মধুর প্রতিশোধও নেয়া হয়ে গেল। মেলবোর্নে গত বছরের জুনে সুপারক্লাসিকোতে আর্জেন্টিনার কাছে ১-০ গোলেই হেরেছিল ব্রাজিল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর