× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার , ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শওয়াল ১৪৪৫ হিঃ

ফ্রান্সের মাঠে লজ্জার রেকর্ডে জার্মানি

খেলা

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০১৮, বুধবার

রাশিয়া বিশ্বকাপের ব্যর্থতায় ঘুরপাক খাচ্ছে জার্মানি। ২০১৮ সালটা জার্মানদের জন্য দুঃস্বপ্নের আরেক নাম। সবশেষ ইউয়েফা ন্যাশন্স লীগে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের মাঠে এগিয়ে থেকেও ২-১ গোলে হারের হতাশায় ডোবে জোয়াকিম লোর শিষ্যরা। ম্যাচ হারের হিসেবে এটাই জার্মানির সবচেয়ে বাজে বছর। এ নিয়ে মোট ৬ ম্যাচ হারলো তারা। ব্রাজিল, অস্ট্রিয়া, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া ও নেদারল্যান্ডসের পর ফ্রান্স। জাতীয় দল প্রতিষ্ঠার পর এক বর্ষপঞ্জিতে জার্মানি কখনোই এতো বেশি ম্যাচ হারেনি। ১৯৫৬ ও ১৯৮৫ সালে পাঁচ ম্যাচ হেরেছিল তারা।
এর আগের ম্যাচে নেদারল্যান্ডসের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত হয় জার্মানি। আর প্রতিযোগিতায় টানা তিন ম্যাচ জয়হীন (১ ড্র, ২ হার) থেকে ‘এ’ লীগের গ্রুপ-১ থেকে অবনমনের শঙ্কায় জার্মানরা। ধারাবাহিক বাজে পারফরম্যান্সে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে কোচ জোয়াকিম লোর। ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ন্যাশন্স লীগ ফাইনালস’র পথে ফ্রান্স।  ফ্রান্স-জার্মানি ম্যাচের দুইটি গোল আসে পেনাল্টি থেকে। জার্মানি যে খারাপ খেলেছে তা নয়। ৫৭% বল দখলে রাখা তারা। ফ্রান্সের ১৪ শটের বিপরীতে জার্মানি শট নেয় ১১টি। কিন্তু অনটার্গেটে দুইদলের শট ছিল মাত্র ৪টি ও ৩টি। প্রথমার্ধে ১-১ গোলে এগিয়ে থাকে জার্মানি। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ফ্রান্সকে জয়োল্লাসে মাতান অ্যান্তোনি গ্রিজম্যান। ম্যাচের ১৪ মিনিটে লেরয় সানের পাস ফরাসি মিডফিল্ডার পল পগবার হাতে লাগলে পেনাল্টি পায় জার্মানি। স্পক কিক থেকে দলকে এগিয়ে দেন টনি ক্রুস। ৬২ মিনিটে গ্রিজম্যানের হেডে সমতায় ফেরে স্বাগতিকরা। আর ৮০ মিনিটে জার্মানির বিপদ ঢেকে আনে ডিফেন্ডার ম্যাট হামেলস। ফরাসি মিডফিল্ডার ব্লেইস মাতুইদিকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বল জালে পাঠাতে ভুল করেননি গ্রিজম্যান। আর জার্মানির হতাশার প্রতীক হয়ে থাকেন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। প্রায় ২০ বছরের মধ্যে এবারই প্রথম টানা চারটি প্রতিযোগিতামূলক ম্যাচে জয়হীন থাকলো জার্মানি। সবশেষ ১৯৯৯-২০০০ মৌসুমে এই অভিজ্ঞতা নেয় তারা। আর গত ১৮ বছরে এবারই প্রথম টানা দুইটি প্রতিযোগিতামূলক ম্যাচ হারলো জার্মানি। এর আগে নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবার টানা তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করতে ব্যর্থ হয় জার্মানরা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর