× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

স্বাক্ষর জালিয়াতির অভিযোগে শাবি শিক্ষককে শোকজ

অনলাইন

শাবি প্রতিনিধি
(৫ বছর আগে) অক্টোবর ১৭, ২০১৮, বুধবার, ২:৫৫ পূর্বাহ্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগে উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে সোমবার বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ২১০তম সিন্ডিকেট সভায় তাকে কারণ দশার্নোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়।  


সিন্ডিকেট সূত্রে জানা যায়, পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরোত্তর ছুটিতে থাকা অধ্যাপক ড. হাবিবুল আহসানের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ করেন একই বিভাগের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী এবং অধ্যাপক ড. শামসুন নাহার বেগম। বিশ^বিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) থেকে ব্যয় বাবদ ওই দুই অধ্যাপকের স্বাক্ষর জালিয়াতি করে ড. হাবিবুল আহসান টাকা উত্তোলন করে বলে অভিযোগে বলা হয়। এ বিষয়ে সিন্ডিকেট অধ্যাপক ড. হাবিবুল আহসানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। এছাড়া একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সুপারিশ এবং কারণ দশার্নোর নোটিশের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানা যায়।


এ বিষয়ে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মস্তাবুর রহমান জানান, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে সিন্ডিকেট থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
কারণ দর্শানোর নোটিশ এবং তদন্তের প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেবে সিন্ডিকেট বলে তিনি জানান। যোগাযোগ করা হলে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি অধ্যাপক ড. হাবিবুল আহসান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর