× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার , ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শওয়াল ১৪৪৫ হিঃ

নবীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে
১৮ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার

নবীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মকসুদ মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বিশাল জানাজা শেষে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় হৈবতপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। ওইদিন দুপুরে উপজেলার কুর্শি ইউনিয়নের নিজ গ্রামে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর। জানাজায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুসা, মুক্তিযোদ্ধা আবদুল বশির, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব নিজামুল চৌধুরী, ইউপি সদস্য শাহ সামছুল ইসলাম সুজন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নেছার আহমদ জগলু, সমাজসেবী আবদুল হামিদ, আবদুর রকিব, মোহাম্মদ আলী লেদু প্রমুখ। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, স্ত্রী, আত্মীয়স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর