× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ঢাকায় জয়ার ‘বিসর্জন’ নভেম্বরে

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৮ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার

কলকাতার বহুল প্রশংসিত চলচ্চিত্র ‘বিসর্জন’ পশ্চিমবঙ্গে মুক্তি পায় গত বছর ১৪ই এপ্রিল। কৌশিক গাঙ্গুলির পরিচালনায় এই ছবিটিতে জুটি বেঁধেছিলেন এপার বাংলার জয়া আহসান আর ওপারের আবির চ্যাটার্জি। এবার সেটি আসছে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও। বলা যায়, একই অভিনেত্রীর ‘দেবী’ মুক্তির জন্যই অপেক্ষা করছে ‘বিসর্জন’। গত ১৪ই অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এর আমদানিকারক প্রতিষ্ঠান
মধুমিতা প্রেক্ষাগৃহের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ। তিনি বলেন, সেন্সরবোর্ডে ছবিটি দেখার পর অন্য সদস্যরাও বেশ প্রশংসা করেছেন। আমারও বেশ পছন্দের ছবি এটি।
আগে ওপার বাংলার প্রেক্ষাগৃহে এবং টিভিতে এ ছবিটি প্রিমিয়ার হলেও বাংলাদেশের প্রেক্ষাগৃহে দর্শকরা প্রথমবার এটি দেখতে পাবেন। আগামীকাল ‘দেবী’ মুক্তি পাওয়ার পর ‘বিসর্জন’ প্রেক্ষাগৃহে দেয়ার প্রস্তুতি রয়েছে আমাদের। আসছে নভেম্বরে ‘বিসর্জন’ ছবিটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে দর্শক আশা করছি দেখতে পাবেন। প্রসঙ্গত, ‘বিসর্জন’ ছবি দিয়ে বাংলাদেশের প্রথম অভিনেত্রী হিসেবে জয়া ঘরে তুলে নেন ফিল্মফেয়ার পুরস্কার (পূর্ব)। ছবিটি জিতে নেয় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর