× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

মি-টু আন্দোলন / প্রধানমন্ত্রী মোদির হস্তক্ষেপ কামনা

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) অক্টোবর ১৮, ২০১৮, বৃহস্পতিবার, ৯:২৬ পূর্বাহ্ন

অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত লেখিকা-প্রযোজক ভিনতা নন্দ। তার দাবি, ১৯ বছর আগে তাকে ধর্ষণ করেছেন অলোক নাথ। এমন অভিযোগ করার কারণে তার বিরুদ্ধে মানহানি মামলা করতে পারেন অলোক নাথ ও তার স্ত্রী। এ খবর পাওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ কামনা করে একটি দীর্ঘ খোলা চিঠি লিখেছেন ভিনতা। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।
যৌন হয়রানি বিরোধী #মি-টু আন্দোলনে ভারতজুড়ে তোলপাড় চলছে। রাজনৈতিক অঙ্গন, চলচ্চিত্র, ব্যবসায় সহ বিভিন্ন অঙ্গনে অতীতে যৌন হয়রানির শিকার হয়েছেন এমনটা দাবি করে মুখ খুলছেন অসংখ্য নারী। তাদের মধ্যে ভিনতা নন্দ অন্যতম।
তিনি ফেসবুকে একটি দীর্ঘ চিঠি লিখেছেন। তাতে আইন দিয়ে নারীদের সুবিচার দেয়া উচিত বলে তিনি দাবি করেছেন। তিনি মনে করেন ওই আইন দিয়েই ওইসব ঘটনার হোতার ও নিষ্পেষণকারীদের সুরক্ষা দেয়া হচ্ছে। তিনি প্রধানমন্ত্রী মোদির কাছে আহ্বান জানান তাদের কথা বলার মতো জায়গা দিতে। একই সঙ্গে তাদেরকে ন্যায়বিচার দেয়ারও আহ্বান জানান। ওই চিঠির মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীকে নারীদের পক্ষে পদক্ষেপ নিয়ে তাদের পক্ষে হস্তক্ষেপ করার আহ্বান জানান। এতে ভিনতা সমাজের প্রান্তিক মানুষদের কি অবস্থা তা অভিজ্ঞতার আলোকে বর্ণনা করেছেন। তিনি বলেন, এসব মানুষ ধনী ও শক্তিধরদের হাতে নির্যাতিত হচ্ছেন।
ওদিকে অলোক নাথের বিরুদ্ধে ভিনতা যে অভিযোগ এনেছেন সে বিষয়ে অলোক নাথ বলেছেন, এ অভিযোগ আমি প্রত্যাখ্যান করবো না। আবার মেনেও নেবো না। হয়তো তিনি অবশ্যই ধর্ষিত হয়েছেন। তবে অন্য কেউ তা করে থাকতে পারেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর