× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

সরাইলে কবরের ভেতরে অক্সিজেন সিলিন্ডার

বাংলারজমিন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার

সরাইলে কবরের ভেতরে পাওয়া গেছে ২টি সিলিন্ডার। গতকাল সকালে বিকাল বাজার শাহী জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে কবর খুঁড়তে গিয়ে সিলিন্ডারের সন্ধান মিলে। পুলিশ সিলিন্ডারগুলো তাদের জিম্মায় নিয়ে গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর ইউনিয়নের আরিফাইল গ্রামের এক মহিলা মারা গেছেন। নিহতের স্বজনরা গতকাল সকাল ১০টার পর ওই কবরস্থানে কবর খুঁড়তে শুরু করেন। এক সময় তাদের কোদালে ঠুং ঠাং শব্দ হলে ভয় পেয়ে যায়। মাটি কেটে আরো গভীরে যেতে থাকেন। একই সঙ্গে কাপড়ে মুড়ানো বড় বড় দুটি জিনিসের সন্ধান পান।
কাপড় খুলে উপস্থিত লোকজন ধারণা করেন এগুলো গ্যাস সিলিন্ডার। আশপাশের কয়েকশত উৎসুক লোক কবরের ভেতরে সিলিন্ডার দেখতে ভিড় জমান। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিলিন্ডার দুটি তাদের জিম্মায় নিয়ে গেছে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, এ গুলো গ্যাস নয় অক্সিজেন সিলিন্ডার। একেবারে নতুন। পরীক্ষার জন্য খুলে ছিলাম। সম্ভবত হাসপাতাল বা অন্য কোনো জায়গা থেকে চুরি করে কবরস্থানে ফেলে গেছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর