× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার , ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শওয়াল ১৪৪৫ হিঃ

শ্রীমঙ্গলে কুমারী পূজায় দর্শনার্থীদের ভিড়

বাংলারজমিন

শ্রীমঙ্গল প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার

শ্রীমঙ্গলের আশিদ্রোণ ইউনিয়নের রঘুনাথপুর কালীবাড়ি ও শহরের কলেজ রোডস্থ শ্রী শ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়িতে অনুষ্ঠিত হয়েছে দেবী দুর্গার কুমারী রূপে পূজা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম শ্রেষ্ঠ পূজা কুমারী পূজা যা দুর্গাপূজার অঙ্গ হিসেবে বিবেচিত। ধর্মীয় সৌরভে নারী জাতির মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে শারদীয় দুর্গোৎসবের অষ্টমী তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়। এ পূজা দেখতে কয়েক হাজার ভক্তবৃন্দের ঢল নেমেছিলে মন্দিরে। গতকাল দুপুর ১২টায় শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের রঘুনাথপুর আনন্দময়ী কালীবাড়িতে দেবীর মহা অষ্টমী তিথিতে দেবী দুর্গার মালিণী রূপে পূজা করা হয় সাড়ে ৬ বছরের কুমারী অর্পিতা চক্রবর্তীকে। অর্পিতা শ্রীমঙ্গল বনগাঁও এলাকার নুপুর চক্রবর্তীর মেয়ে। একই কামনায় সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের শ্রীশ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়িতে দেবী দুর্গার মালিণী রূপে পূজা করা হয় ৭ বছরের কুমারী ঐন্দ্রিলা চক্রবর্তীকে। ঐন্দ্রিলা হবিগঞ্জের পুরাণ মুন্সেফি এলাকার চয়ন চক্রবর্তীর মেয়ে।
ঐন্দ্রিলা চক্রবর্তীর মা বর্ণালী চক্রবর্তী জানান, তার মেয়ে ২য় শ্রেণিতে লেখাপড়া করছে। শ্রীশ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ির পুরহিতদের আহ্বানে তিনি মেয়েকে কুমারী মায়ের রূপে পূজার আসনে বসান। কুমারী পূজায় সিলেট বিভাগের বিভিন্ন এলাকার হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। হবিগঞ্জের চুনারুঘাট থেকে আসা কেয়া দত্ত বলেন- কুমারী পূজা দেখতে এসেছি,  এ পূজা দেখে খুব ভালো লেগেছে। কুমারী পূজা দেখতে ও শারদীয় দুর্গাপুজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আনন্দ ভাগ করতে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. আবদুস শহীদ এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, ওসি কে এম নজরুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর