× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

ওয়ানডেতে ৫৭১ রানে জয়!

খেলা

স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার

ঘটনাটি অস্ট্রেলিয়ায় মেয়েদের ঘরোয়া ক্রিকেট আসরের। একদিনের ম্যাচে গতকাল পোর্ট অ্যাডিলেডের বিপক্ষে ৫৭১ রানে জয় দেখে নর্দান ডিস্ট্রিক্টস। আগে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ৫৯৬ রান করে নর্দান। জবাবে ২৫ রানে অলআউট হয় পোর্ট অ্যাডিলেড। অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রিকেট এসোসিয়েশন (এসএসিএ) আয়োজিত মেয়েদের প্রিমিয়ার লীগে পোর্ট অ্যাডিলেডের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি হাঁকান নর্দান ডিস্ট্রিক্টের পৃথক চার খেলোয়াড়। ব্যাট হাতে তেগান ম্যাকফারলিন ৮০ বলে ১৩৬, ট্যাবি সাভিলে ৫৬ বলে ১২০, স্যাম বেটস ৭১ বলে ১২৪ ও ১৫ বছর বয়সী ডারসি ব্রাউন খেলেন ৮৪ বলে ১১৭ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানায়, দেশটির ঘরোয়া একদিনের খেলায় এটি দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। নর্দানের স্কোর বোর্ডে অতিরিক্ত খাতে যোগ হয় ৮৮ রান।
এতে ওয়াইড ছিল ৭৫টি। ইনিংসে ৬৪টি চার ও ৩টি ছক্কা হাঁকান নর্দান ডিস্ট্রিক্টের মেয়েরা। মেয়েদের ক্রিকেটে এটি দলীয় তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড আর সব মিলিয়ে পঞ্চম। ২০১০-১১ মৌসুমে দক্ষিণ আফ্রিকায় ৫০ ওভারের ম্যাচে ১ উইকেটে ৬৯০ রান তুলেছিল মপুমালাঙ্গা। সেটি ছিল অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ম্যাচ। ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের দলীয় ইনিংসটি নিউজিল্যান্ডের মেয়েদের দখলে। গত জুনে আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে ৪ উইকেটে ৪৯০ রান করে কিউইরা। ছেলেদের আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটি ইংল্যান্ডের (৬ উইকেটে ৪৮১)। চলতি বছরই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে এমন রেকর্ড গড়ে ইংলিশরা। আর লিস্ট ‘এ’ ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড ইংলিশ কাউন্টি দল সারের। ২০০৭ সালে ওভালে গ্লুষ্টারশায়ারের বিপক্ষে ৪ উইকেটে ৪৯৬ রান তুলেছিল সারে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর