× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ছয় বছর পর ফিক্সিংয়ের দোষ স্বীকার কানেরিয়ার

খেলা

স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার

ছয় বছর পর ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন দানিশ কানেরিয়া। ফিক্সিংয়ের অপরাধে এসেক্স সতীর্থ মেরভিন উস্টফিল্ডের সঙ্গে জেলও খাটেন পাকিস্তানি সাবেক এই স্পিনার। বুধবার এক প্রতিবেদনে কানেরিয়ার দোষ স্বীকারের কথা জানিয়েছে বৃটিশ দৈনিক ডেইলি মেইল। কানেরিয়াকে ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ করে ইংলিশ ক্রিকেট বোর্ড। তাকে নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডও। কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার ডকুমেন্টারির তথ্য মতে ডেইলি মেইল জানায়, আমার নাম দানিশ কানেরিয়া, ২০১২ সালে আমার বিরুদ্ধে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের আনা দুটি অভিযোগেই আমি দোষী ছিলাম। আমি উস্টফিল্ডের কাছে ক্ষমা চাই। ক্ষমা চাই এসেক্সে ক্লাব ও সতীর্থদের কাছেও।
সেই সঙ্গে এসেক্সের ক্রিকেট সমর্থক ও পাকিস্তানের কাছে দুঃখ প্রকাশ করছি। জুয়ারিদের কাছ থেকে ৬০০০ পাউন্ড ঘুষ নেয়ার অপরাধে দুই মাস জেল খাটেন উস্টফিল্ড। একটি ওভারে নির্দিষ্ট পরিমাণ রান দেয়ার চুক্তিতে ঘুষ নিয়েছিলেন তিনি। আর ওই ঘুষকান্ডে নাটের গুরু হিসেবে কাজ করেছিলেন কানেরিয়া। ছয় বছর আগে নিষিদ্ধ হওয়া কানেরিয়া এখনও পাকিস্তানি স্পিনারদের মধ্যে সর্বাধিক টেস্ট উইকেট সংগ্রাহক।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর