× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

পুলিশকে মারপিটের অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

বাংলারজমিন

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৮, শুক্রবার

কর্তব্যরত ট্রাফিক পুলিশকে মারপিটের অভিযোগে সিরাজগঞ্জ শহরের ২ মিষ্টি ও বেকারি ব্যবসায়ীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় শহরের মোক্তারপাড়ার মৃত তমিজউদ্দিনের ছেলে ও বাজার স্টেশনস্থ তমিজ উদ্দিন সুইটস ও বেকারির স্বত্বাধিকারী তারিকুল ইসলাম, তার বড় ভাই সাইফুল ইসলাম (৫০), দোকান কর্মচারী ও ইজিবাইক চালক মঞ্জুসহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করা হয়েছে।
সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় শহরের এসএস রোডের খেদন সর্দার মোড়ে ডিউটি করছিলেন ট্রাফিক পুলিশের কনস্টেবল আরিফ। পূজার কারণে ওই সময় প্রশাসনের নির্দেশে এসএস রোডে যান চলাচল বন্ধ করা হয়। সন্ধ্যা ৭টার দিকে তমিজউদ্দিন সুইটমিটের মিষ্টি বোঝাই একটি ইজিবাইক এসএস রোডে ঢোকার চেষ্টা করলে ট্রাফিক পুলিশ আরিফ তাতে বাধা দেন। এ সময় ইজিবাইক চালক মঞ্জু পুলিশকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং মিষ্টির দোকান মালিক তারিকুলকে ফোন করে ঘটনাস্থলে ডেকে আনেন। তারিকুল সেখানে পৌঁছেই ট্রাফিক আরিফকে মারপিট শুরু করেন। একপর্যায়ে তিনি পুলিশের ইউনিফর্ম ছিঁড়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারিকুল ও চালক মঞ্জু পালিয়ে যায়।
এ ঘটনায় বুধবার রাতে ট্রাফিক পুলিশ আরিফ বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে দোকান বন্ধ রেখে মামলার আসামিরা গা-ঢাকা দিয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর