× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

মৌলভীবাজার সাংবাদিক ফোরামের মানববন্ধন

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১৯ অক্টোবর ২০১৮, শুক্রবার

গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইনের কতিপয় কালো ধারা বাতিল ও সংশোধনের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ। গতকাল দুপুরে মৌলভীবাজার  প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন সমাবেশ কর্মসূচি পালিত হয়। ২ ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসী ইকবাল আহমদের সভাপতিত্বে ও বাংলাদেশের খবরের  প্রতিনিধি বেলাল তালুকদার ও দৈনিক বাংলার দিনের স্টাফ রিপোর্টার মাহমুদুর রহমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.মছব্বির আলী, সাংবাাদিক ফোরাম নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, সাপ্তাহিক দেশপক্ষের সম্পাদক ও ফোরাম নেতা  মৌসুফ এ চৌধুরী, দৈনিক খবরপত্র প্রতিনিধি  স.ই সরকার জবলু, মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মশাহিদ আহমদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান, দৈনিক আমার সময়ের জেলা প্রতিনিধি জিতু তালুকদার, দীপ্ত নিউজ ডট কম-এর সম্পাদক দুরুদ আহমদ, সাংবাদিক এহসান বিন মোজাহির, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিনিধি আবুল হায়দার তরিক, দৈনিক নতুন দিনের প্রতিনিধি আবদুল বাছিত খান, দৈনিক বাংলার দিন পাঠক ফোরামের সভাপতি চৌধুরী মো. মেরাজ, সংবাদকর্মী শেকুল ইসলাম তালুকদার, তাজুল চৌধুরী, তাকবীর হোসেন প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামসুল হক, আবুল কালাম, শুধাংসু শেখর হাওলাদার, ওপেন আই ডট কম-এর বার্তা সম্পাদক ও সাপ্তাহিক অর্থকাল পত্রিকার জেলা প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমন, সুলতানুল ইসলাম, মুকিত ইমরোজ, মোয়াজ্জেম হোসেন, সাঈদুল ইসলামসহ জেলার  শতাধিক সংবাদকর্মী। মানববন্ধন ও সমাবেশ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের ৯টি ধারা অবিলম্বে বাতিল ও সংশোধনসহ সম্পাদক পরিষদের ন্যায়সঙ্গত ও যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন সাংবাদিকরা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর