× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

হেরেই চলেছে হাথুরুর শ্রীলঙ্কা

খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০১৮, শুক্রবার

হেরেই চলেছে কোচ চন্ডিকা হাথুরুসিংহের শ্রীলঙ্কা। বুধবার ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৭ উইকেটে হার দেখে তারা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নির্ধারিত ২১ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ বল ও ৭ উইকেট হাতে রেখে অনায়াসে জয় তুলে নেয় ইংলিশরা। তাতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। এ নিয়ে নিজেদের শেষ ৪৪ ম্যাচের মধ্যে ৩২ ম্যাচেই হারলো শ্রীলঙ্কা। আর ঘরের মাঠে শেষ ২৪ ম্যাচে এটি তাদের ১৮তম হার। বুধবার নেমে দলীয় ১৮ রানে ওপেনার জনি বেয়ারস্টোর উইকেট হারায় ইংল্যান্ড।
৩৪ রানের মাথায় ব্যক্তিগত ৮ রান করে ফেরেন জো রুট। সেখান থেকে দলের হাল ধরেন জেসন রয় ও অধিনায়ক এউইন মরগান। তৃতীয় উইকেটে তারা দু’জন ৪৬ রান তোলেন। এরপর মরগান ৪৯ বলে ৭ চারে ৫৮ ও স্টোকস ২৪ বলে ১ চার ও ২ ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন। ম্যাচসেরা হন আদিল রশিদ। রশিদ ৫ ওভারে ৩৬ রানে ৪ ও টম কারেন ৪ ওভারের স্পেলে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন। শ্রীলঙ্কার পক্ষে নিরোশান ডিকওয়েলা ৩৬, সামারাউইকরামা ৩৫ ও দীনেশ চান্ডিমাল করেন ৩৪ রান। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ৩১ রানে জয় দেখে ইংল্যান্ড। আগামীকাল সিরিজের চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর