× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

ক্লাব ফুটবলের ব্যস্ততা শুরু আজ

খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০১৮, শুক্রবার

১০ দিনের আন্তর্জাতিক বিরতি শেষে আবার মাঠে ফিরছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল। আজ রয়েছে ইউরোপের শীর্ষ তিনটি লীগের খেলা। স্প্যানিশ লা লিগায় রাত ১টায় সেল্টা ভিগোর মাঠে নামবে দেপোর্তিভো আলাভেস। জার্মান বুন্দেসলিগায় ফরচুনা ডুসেলডর্ফকে আতিথ্য দেবে ফ্রাঙ্কফুর্ট। আর ফ্রেঞ্চ লীগ ওয়ানে স্বাগতিক অলিম্পিক মার্সেইকে মোকাবিলা করবে নিম। আগামীকাল শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লীগ ও ইতালিয়ান সিরি আ আসর। প্রিমিয়ার লীগে উত্তাপ ছড়াচ্ছে চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ। স্ট্যামফোর্ড ব্রিজে বিকাল সাড়ে ৫টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।
লা লিগায় রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ রয়েছে আগামীকাল। সান্টিয়াগো বার্নাব্যুতে বিকাল ৫টায় লেভান্তের মুখোমুখি হবে রিয়াল। রাত সাড়ে ১০টায় স্বাগতিক ভিয়ারিয়ালকে মোকাবিলা করবে অ্যাটলেটিকো। ন্যু ক্যাম্পে রাত পৌনে ১টায় মেসির বার্সার প্রতিপক্ষ সেভিয়া। সিরি আ-তে আগামীকাল রাত ১০টায় জেনোয়াকে আতিথ্য দেবে রোনালদোর জুভেন্টাস। ফ্রেঞ্চ লীগে রাত ৯টায় নিজ মাঠে অ্যামিয়েন্সকে মোকাবিলা করবে নেইমার-এমবাপ্পের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আর বুন্দেসলিগায় সন্ধ্যা সাড়ে ৭টায় উলফসবুর্গের মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। ইউরোপিয়ান লীগ মৌসুমে গত মাসে প্রথম আন্তর্জাতিক ফুটবল বিরতি আসে। এবারও প্রীতি ম্যাচ ও ইউয়েফা ন্যাশন্স লীগ হতাশ করেনি ফুটবলপ্রেমীদের। উপহার দেয় বেশ কিছু রোমাঞ্চকর ম্যাচ। সৌদি আরবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পূর্ণ শক্তির ব্রাজিলের বিপক্ষে (১-০) ইনজুরির সময়ের গোলে হার দেখে ‘নতুন’ আর্জেন্টিনা। প্রীতি ম্যাচে দেখা গেছে এশিয়ান পরাশক্তি জাপানের দাপট। নিজ মাঠে ৭ গোলের রোমাঞ্চে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে ৪-৩ ব্যবধানে হারায় সামুরাই ব্লু’রা। আর ইউয়েফা ন্যাশন্স লীগে ভরাডুবি হয় জার্মানির। নেদারল্যান্ডসের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের মাঠে ২-১ গোলে হারে তারা। আর নিজেদের ফুটবল ইতিহাসে এক পঞ্জিকাবর্ষে প্রথমবার ৬ ম্যাচে হারের লজ্জার রেকর্ড গড়ে জার্মানি। প্রতিযোগিতায় ‘বি’ লীগে অবনমনের লঙ্কায় জোয়াকিম লোর শিষ্যরা। ভিন্ন গ্রুপে স্পেনের মাঠে ৩-২ গোলের জয়ে ন্যাশন্স লীগ ফাইনালস’র দৌড়ে টিকে থাকে ইংল্যান্ড। এবার দেখে নেয়া যাক ইউরোপের শীর্ষ পাঁচ লীগের পয়েন্ট তালিকা। প্রিমিয়ার লীগে আট ম্যাচ শেষে অপরাজিত ম্যানচেস্টার সিটি, চেলসি ও লিভারপুলের পয়েন্ট সমান ২০। গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে চেলসি ও লিভারপুল। সমান ১৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে আর্সেনাল ও পাঁচে টটেনহ্যাম। ম্যানচেস্টার ইউনাইটেডের অর্জন ৮ ম্যাচে ১৩ পয়েন্ট। অবস্থান অষ্টম। লা লিগার শীর্ষে সেভিয়া (১৬)। ৮ ম্যাচ শেষে বার্সা ও অ্যাটলেটিকোর  পয়েন্ট সমান ১৫। ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রিয়াল। সিরি আ-তে টানা আটবার শিরোপা জয়ের মিশনে ছুটছে জুভেন্টাস। নাপোলির সঙ্গে ৬ পয়েন্টের লিড জুভিদের (৮ ম্যাচে ২৪)। লীগ ওয়ানেও একক আধিপত্য পিএসজির। ৯ ম্যাচ শেষে লিলের সঙ্গে ৮ পয়েন্টের লিড তাদের (২৭)। বুন্দেসলিগায় ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ধুঁকছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন। অবস্থান ষষ্ঠ। ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বরুশিয়া ডর্টমুন্ড।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর