× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

কড়াইল বস্তিতে ডিএনসিসি প্যানেল মেয়রের সড়ক উদ্বোধন

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
১৯ অক্টোবর ২০১৮, শুক্রবার

 রাজধানীর কড়াইল বস্তির বেলতলা আদর্শনগর হতে ভাঙাওয়াল সড়কের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র মো. জামাল মোস্তাফা। গতকাল দুপুরে তিনি এ সড়কটি উদ্বোধন করেন। ডিএনসিসি, বেসরকারি সহযোগী সংস্থা ব্র্যাক এবং কড়াইলের স্থানীয় জনগণের উদ্যোগে ৮৩০ ফুট দীর্ঘ এই সড়কটি নির্মাণ করা হয়। এসময় কড়াইল বেলতলায় আয়োজিত এক জনসভায় জামাল মোস্তফা বলেন, ধনী-গরিব নির্বিশেষে উন্নত নাগরিক সেবা প্রদানে ডিএনসিসি সবসময় জনগণের পাশে  থাকবে। এলাকার জনগণকে সুনাগরিক হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, নাগরিক হিসেবে আমরা সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে ঢাকা শহরকে উন্নত শহর হিসেবে তৈরি করতে বেশি সময়ের প্রয়োজন হবে না। কড়াইল বস্তিসহ ডিএনসিসির আওতাধীন অন্য বস্তিগুলোর উন্নয়নের জন্য ডিএনসিসি, সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগ সহযোগিতা করবে বলেও এসময় তিনি জানান। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান, মো. নাসির, আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ ও ব্র্যাকের কর্মকর্তারা।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর