× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

আকবরের মানহানি মামলার শুনানি ৩১শে অক্টোবর

দেশ বিদেশ

মানবজমিন ডেস্ক:
১৯ অক্টোবর ২০১৮, শুক্রবার

সাংবাদিক প্রিয়া রামানির বিরুদ্ধে করা এম জে আকবরের মানহানির মামলা আমলে নিয়েছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। একই সঙ্গ এ মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৩১শে অক্টোবর। অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট সমর বিশালের আদালতে এম জে আকবরের পক্ষে গতকাল বক্তব্য উত্থাপন করেন সিনিয়র আইনজীবী গীতা লুথরা। তিনি বলেন, এম জে আকবরের সুনাম নষ্ট করেছেন সাংবাদিক প্রিয়া রামানি। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া ও জি-নিউজ। ভারতে চলমান যৌনতা বিরোধী #মি-টু আন্দোলনের অংশ হিসেবে সাংবাদিক প্রিয়া রামানি অভিযোগ করেন প্রায় ২০ বছর আগে তার ওপর যৌন নির্যাতন চালিয়েছিলেন তখনকার এম জে আকবর। এরপরই আরো বেশকিছু নারী সাংবাদিক একই রকম অভিযোগ করেন। ওই অভিযোগের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নাইজেরিয়া সফরে ছিলেন আকবর।
তিনি সেখান থেকে ফিরে প্রিয়া রামানির অভিযোগ প্রত্যাখ্যান করেন। বলেন, তার এসব অভিযোগ ভিত্তিহীন, বানোয়াট। একই সঙ্গে তিনি প্রিয়া রামানির বিরুদ্ধে মানহানির ফৌজদারি মামলা দিয়ে দেন। অব্যাবহিত পরেই ২০ জন নারী সাংবাদিক আদালতে এম জে আকবরের বিরুদ্ধে সাক্ষ্য দেয়ার আগ্রহ প্রকাশ করে যৌথ বিবৃতি দেন। এরপর বুধবার আকস্মিকভাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ ত্যাগ করেন আকবর।
গতকাল আদালতে হাজির হয়ে আকবরের আইনজীবী গীতা লুথরা বিভিন্ন সময়ে করা প্রিয়া রামানির টুইট তুলে ধরেন। অভিযোগ করেন, এসব টুইট তার মক্কেলের সুনামের মারাত্মক ক্ষতি করেছে। তিনি বলেন, বাদীর বিরুদ্ধে মানহানিকর টুইট করেছেন প্রিয়া রামানি। তার দ্বিতীয় টুইটটি সুস্পষ্ট মানহানিকর। এই টুইট পছন্দ করেছে ১২০০ মানুষ। দেশের ভিতরে ও বিদেশি মিডিয়াগুলো এসব টুইটকে উদ্ধৃত করেছে। রামানি যতক্ষণ কিছু প্রমাণ করতে না পারছেন ততক্ষণ এসব টুইট মানহানিকর।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর