× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

‘সন্তানকে বুকের দুধ খাওয়ান স্তন ক্যানসার এড়িয়ে চলুন’

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
১৯ অক্টোবর ২০১৮, শুক্রবার

 সন্তানকে নিয়মিত বুকের দুধ খাইয়ে স্তন ক্যানসারকে এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ক্যানসার বিষয়ক এক সচেতনতামূলক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ডা. হাবিবুল্লাহ বলেন, স্তন ক্যানসার হওয়ার জন্য বিভিন্ন ফ্যাক্টর কাজ করে। তবে স্তন ক্যানসারের সবচেয়ে বেশি দায়ী হচ্ছে সন্তানকে বুকের দুধ না খাওয়ানো। তাই সকল মাকে স্তন ক্যানসারকে এড়িয়ে চলার জন্য সন্তানকে নিয়মিত বুকের দুধ খাওয়ানোর আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, নিঃসন্তান নারীদের স্তন ক্যানসারের ঝুঁকি বেশি। এ ছাড়া বেশি বয়সে সন্তান, ৩০ বছর বয়সের পর বিয়ে ও প্রথম সন্তানের মা হওয়া স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়। শাকসবজি ও ফলমূল না খেয়ে চর্বি ও প্রাণিজ আমিষ জাতীয় খাবার বেশি খেলে স্তন ক্যানসার বেশি হওয়ার ঝুঁকি থাকে।
ডিআরইউ’র সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনটির সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ‘স্তন ক্যানসার সচেতনতার মাস’ উপলক্ষে পুরো অক্টোবরজুড়ে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ডিআরইউ’র নারী সদস্য ও সদস্যাদের পরিবারের (নারী) জন্য প্রাথমিক পরীক্ষারও (স্ক্রিনিং) ব্যবস্থা রয়েছে। ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনসহ আরো দুইজন নারী চিকিৎসক স্তন ক্যানসার বিষয়ক প্রশ্ন জিজ্ঞাসার উত্তর ও স্ক্রিনিং-এ অংশ নিয়েছেন। ডিআরইউ সদস্য ও পরিবারের সদস্যরা (নারী) ফ্রি বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণ করেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর