× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

জুড়ীতে রমরমা জুয়ার আসর

বাংলারজমিন

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৮, শনিবার

জুড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-বাগানগুলোতে চলছে রমরমা জুয়ার আসর। পাশাপাশি চলছে নগ্ন নৃত্যের ঝংকার। নৃত্যের তালে তালে বাগানবাসী যুবকরা রঙিন পানির নেশায় উন্মাতাল হয়ে নাচছে। অপর দিকে জুয়ার আসর বসিয়ে কামিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। জুয়াড়ি বাগানবাসী নয়, জেলার বিভিন্ন স্থান থেকে প্রখ্যাত জুয়াড়িরা এসে ভিড় জমিয়েছে এসব আসরগুলোতে। জুয়ার আসরের কর্তৃপক্ষ থেকে মোটা অঙ্কের অর্থ লেনদেনের বিনিময়ে ম্যানেজ করা হয়েছে থানা পুলিশকে। ফলে, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত সংস্থার সদস্যরা জুয়ার আসরের আশেপাশে ঘোরাফেরা করলেও ধরছে না কোনো জুয়াড়িকে। এ যেন জুয়া খেলার স্বর্গরাজ্য।
এমন চিত্র দেখা গেছে, উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা ফাঁড়ি চা-বাগান ও গোয়ালবাড়ী ইউনিয়নের রত্না চা-বাগানের মণ্ডবে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, মঞ্চে অশ্লীল নৃত্য প্রদর্শন করে নর্তকীরা আগ্রহীদের মনোরঞ্জনের জন্য বিশেষ ব্যবস্থায় অর্থের বিনিময়ে অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, এসব জুয়ার আসর থেকে স্থানীয় চেয়ারম্যানগণ পান প্রতিরাতে ২০ থেকে ৩০ হাজার টাকা। চেয়ারম্যানদের এমন কাণ্ডে হতবাক এলাকাবাসী। তবে ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান মাসুক আহমদ তার ওপর আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ইউনিয়নে পূজা উপলক্ষে শুধু নাচ-গান-যাত্রাপালা অনুষ্ঠিত হচ্ছে। গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমনের সঙ্গে বারবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি। এ বিষয়ে জানতে চাইলে জুড়ী থানার ওসি মো. জাহাঙ্গির হোসেন সরদার বলেন, উপজেলার কোনো বাগানে জুয়ার আসর বসেনি যদিও কেউ বসাতে চায় তাহলে কাউকেই ছাড় দেয়া হবে না। এদিকে গত বৃহস্পতিবার রাতে এ বিষয়ে বিজিবি ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল পিএসসির কাছে অভিযোগ করা হলে তিনি সঙ্গে সঙ্গেই একদল বিজিবি সদস্য ঘটনাস্থলে পাঠান এবং বিজিবির সদস্যরা জুয়ার আসর ছত্রভঙ্গ করে দিলে জুয়াড়িরা পালিয়ে যায়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর