× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী দুর্নীতির দায়ে অভিযুক্ত

এক্সক্লুসিভ

মানবজমিন ডেস্ক
২০ অক্টোবর ২০১৮, শনিবার

মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন। শুক্রবার কুয়ালালামপুরের একটি আদালতে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়। এগুলোর মধ্যে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসঘাতকতা ও অর্থপাচার অন্যতম। এসব অভিযোগে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে মালয়েশিয়ান অ্যান্টি করাপশন কমিশন (এমএসিসি)। পরেরদিন শুক্রবার তাকে বিচারের জন্য আদালতে তোলা হয়। আল জাজিরার খবরে বলা হয়েছে, মালয়েশিয়ায় মাহাথির মোহাম্মদের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে পূর্ববর্তী সরকারের পদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলা হচ্ছে। এর আগে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে ১-এমডিবি সরকারি ফান্ডের অর্থ আত্মসাৎ করার অভিযোগ ওঠে। যার প্রেক্ষিতে তার বাড়ি তল্লাশিসহ কয়েক দফা তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এবার নাজিব রাজাকের উপপ্রধানমন্ত্রীর বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগের বিচার প্রক্রিয়া শুরু করা হলো। আহমেদ জাহিদ হামিদি বর্তমানে বিরোধী দল ইউনাইটেড মালায়েস ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনও) নেতৃত্বে রয়েছেন। শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে ইউএমএনও’র বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত হন। তিনি তার বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ প্রত্যাখ্যান করেন।
উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময় কোনো ভুল কাজ করেননি বলেও দাবি করেন তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর