× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

‘দেবী’র টিকিট নিয়ে হুল্লোড়

বিনোদন

স্টাফ রিপোর্টার
২০ অক্টোবর ২০১৮, শনিবার

অনম বিশ্বাস পরিচালিত হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেবী’ গতকাল মুক্তি পেয়েছে দেশের ২৮টি প্রেক্ষাগৃহে। কিন্তু ছবি মুক্তির আগেই রাজধানীর বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে ‘দেবী’র অগ্রিম টিকিটের জন্য হুল্লোড় পড়ে গেছে। গতকাল সকালে স্টার সিনেপ্লেক্সে গিয়ে ওপেনিং শোতে দেখা যায়, ‘দেবী’র অগ্রিম টিকিটের জন্য দর্শকের লম্বা সারি। গতকালের সব শোর টিকিট বৃহম্পতিবার বিকাল নাগাদই শেষ হয়ে যায়। স্টার সিনেপ্লেক্স এ ছবির জন্য প্রতিদিন ১০টি করে প্রদর্শনী রেখেছে। প্রায় একই অবস্থা বলাকা সিনেওয়ার্ল্ডের। বৃহস্পতিবারেই শ্যামলী সিনেওয়ার্ল্ডের ৮০ শতাংশ টিকিট অগ্রিম বিক্রি হয়েছে। সরকারি অনুদান ও জয়া আহসানের প্রযোজনায় ‘দেবী’ ছবিতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।
আরো আছেন জয়া আহসান, অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর