× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

এক সপ্তাহ পর

বিনোদন

স্টাফ রিপোর্টার
২০ অক্টোবর ২০১৮, শনিবার

এক সপ্তাহ পরই ভারতে মুক্তি পাবে বাংলাদেশের মডেল-অভিনেত্রী মেঘলা মুক্তার প্রথম তেলেগু ছবি। এর নাম ‘সাকালা কালা ভাল্লাভুডু’। মেঘলা বাংলাদেশে এর আগে ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘পাষাণ’ ও ‘নবাব’সহ কয়েকটি বাংলা ছবিতে কাজ করেছেন। তেলেগু ছবিতে কাজের সুযোগ কিভাবে আসলো জানতে চাইলে মেঘলা বলেন, দেশের বাইরের ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছাটা অনেক আগেই ছিল। বছরখানেক আগে ভারতের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে পোর্টফোলিও পাঠাই। প্রথম কল আসে তেলেগু ইন্ডাস্ট্রি থেকে। হায়দরাবাদের এক এজেন্সিতে কাজ করতো আমার এক বন্ধু। তার সহায়তাও আমি পেয়েছিলাম।
এরপর অডিশনে টিকার পর তো জানলাম প্রধান নায়িকা চরিত্রে সিলেক্ট হয়েছি। এ ছবির পরিচালক শিব গণেশ, নায়ক হিসেবে আছেন তানিষ্ক রেড্ডি। সব ঠিক থাকলে আগামী ২৬শে অক্টোবর এটি মুক্তি পাবে। ছবিটি নিয়ে আমি আশাবাদী। এ ছবিতে মুক্তার চরিত্রের নাম চেইত্রা। মা-বাবার আদরের মেয়ে চেইত্রা। তাদের সুখের সংসার। তারপর এমন একটা ঘটনা ঘটে, মানুষের সঙ্গে মেলামেশাই বন্ধ করে দেয় চেইত্রা। এরপরই নায়কের আগমন। যেসব দৃশ্যের শুটিং হবে আগের রাতে সেসব মুখস্থ করে রাখতেন মেঘলা। বাংলায় উচ্চারণটা লিখে নিতেন আগেই।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর