× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

যে স্বপ্ন দেখেছিলেন আইয়ুব বাচ্চু

বিনোদন

স্টাফ রিপোর্টার
২০ অক্টোবর ২০১৮, শনিবার

স্বপ্ন সব সময় সত্যি হয় না। কিছু স্বপ্ন স্বপ্নই রয়ে যায়। কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর গিটার সংগ্রহ করার পাশাপাশি গিটার নিয়ে তার যে পরিকল্পনা ছিল সেই স্বপ্ন আর সত্যি হলো না। বৃহস্পতিবার সকালে তিনি তার প্রিয় রুপালি গিটার ফেলে চলে গেলেন বহুদূরে। ভক্তদের কাছে তিনি ‘এবি’ আর সংগীতাঙ্গনের অনেকের কাছে ছিলেন ‘বস’ নামে পরিচিত। তার গিটারে বেজে উঠত জিমি হেনড্রিক্স, নফলার ব্রাদার্স আর সান্টানার সুর। গিটারের কিছু নিজস্ব মিউজিক আছে যা আইয়ুব বাচ্চুর দখলে ছিল সবচেয়ে বেশি। তার সেই গিটার বাজানোর স্টাইল ও দক্ষতা ছিল অন্য সবার চেয়ে আলাদা।
গিটারপাগল বলতে যা বুঝায় সেটাই ছিলেন আইয়ুব বাচ্চু। গিটারের জন্যই সংগীতযুদ্ধে নেমেছিলেন তিনি। শুধু দেশে নয়
উপমহাদেশের সর্বত্রই মায়ার জাল বিছিয়েছিলেন গিটার পাগল মানুষটা। আর তার প্রিয় গিটার সংগ্রহের কথা কে না জানত। সেই প্রিয় গিটারগুলো ঘিরে তার কিছু স্বপ্নও ছিল। স্টেজে শুধুই গিটার নিয়ে বিভিন্ন জেলা শহরে ধারাবাহিকভাবে গিটার উৎসব উদযাপন করার পরিকল্পনা ছিল তার। এই গিটার উৎসবের নামও তিনি দিয়েছিলেন। শোর নাম ঠিক করেছিলেন ‘এবি উইথ সাউন্ড অব সাইলেন্স’। বিভিন্ন সময়ে দেশে-বিদেশের বিভিন্ন স্থানে তিনি অনেক ভক্ত পেয়েছিলেন যারা শুধু তার গিটারের সুরেলা শব্দই শোনার জন্য পাগল ছিলেন। অনেক কষ্ট সত্ত্বেও দেশে ও দেশের বাইরে থেকে অনেক নামি দামি ব্র্যান্ডের গিটার সংগ্রহ করেছিলেন ‘এবি’। কিন্তু সারা দেশে গিটার শো করার উদ্যোগ নেওয়ার পর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় অভিমানে মাঝে গিটারগুলো বিক্রি করে দিতে চেয়েছিলেন। সেই আয়োজন বাস্তবায়নের সুযোগ আর পেলেন না আইয়ুব বাচ্চু। প্রিয় গিটার নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন তা আর পূরণ হলো না এবির।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর