× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

‘তার সঙ্গে আমার সম্পর্কের গভীরতা বলে বোঝানো সম্ভব নয়’

বিনোদন

স্টাফ রিপোর্টার
২০ অক্টোবর ২০১৮, শনিবার

উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট, কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুকে হারিয়ে শোকে বিহ্বল বাংলাদেশ। বন্ধু, সহকর্মীকে হারানোর বেদনা ও শোকে মুহ্যমান ব্যান্ড তারকা জেমসও। বৃহস্পতিবার রাতে বরগুনায় একটি কনসার্টে জেমস আইয়ুব বাচ্চুর সঙ্গে তার স্মৃতির ঝাঁপি খুলে বসেন। মঞ্চে উঠেই ভারাক্রান্ত জেমস বলেন, কিংবদন্তি গায়ক আইয়ুব বাচ্চু আর নেই। আজকের অনুষ্ঠানটি তাকে উৎসর্গ করে করছি। আসলে আজকের অনুষ্ঠানটি করার একদম ইচ্ছা ছিল না। কিন্তু ১৫ বছর আগের একটা গল্প বলি। আমি আর বাচ্চু ভাই আড্ডা মারি; একদিন বাচ্চু ভাইকে বললাম, আমাদের শিল্পীদের জন্য ইংরেজিতে একটা প্রবাদ আছে, দ্যা শো মাস্ট গো অন (ঞযব ঝযড় িগঁংঃ এড় ঙহ)।
তাই চেষ্টা করব...’। এ কথাগুলো যখন বলছিলেন গলা ধরে আসছিল জেমসের। কথাও ঠিকভাবে বলতে পারছিলেন না তিনি। কনসার্টে কান্নাজড়িত কণ্ঠে গান গেয়ে শোনান তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় বরগুনা জেলা স্টেডিয়ামে সেই কনসার্টটি অনুষ্ঠিত হয়। আইয়ুব বাচ্চুর সঙ্গে জেমসের পরিচয় ১৯৮০ সালের দিকে। এরপর দীর্ঘ ৪০ বছরের সম্পর্ক। জেমস আইয়ুব বাচ্চুর চলে যাওয়া প্রসঙ্গে বলেন, তার সঙ্গে আমার পরিচয় অতি দীর্ঘ। এই দীর্ঘ সময় আমরা একে অপরের সুখে-দুঃখে, মানে-অভিমানে কাটিয়েছি। একসঙ্গে অনেক শো করেছি। গান করেছি, অ্যালবাম করেছি। একসঙ্গে দেশে-বিদেশে ঘুরেছি। তিনি হঠাৎ এভাবে আমাদের ছেড়ে চলে যাবেন, বিষয়টি মানতে পারছি না। রকসংগীতে তার যে অবদান, সেটা এই জাতি চিরদিন মনে রাখবে বলেই বিশ্বাস করি। বাচ্চু ভাই অত্যন্ত বড় ও উদার মনের মানুষ ছিলেন। তার সঙ্গে আমার সম্পর্কের গভীরতা বলে বোঝানো সম্ভব নয়। বিভিন্ন সময়ে কারণে-অকারণে আমরা একজন আরেকজনের পাশে সব সময় ছিলাম। সম্পর্কের এই গভীরতার কথা কখনো বোঝাতে পারবো না। কেউ হয়তো জানবেও না যে আমাদের একের মনে অপরের জন্য কতটা জায়গা রাখা আছে। আমাদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা ছিল। সেটা ভালো গান তৈরির প্রতিযোগিতা। সেখানে  কোনো ঈর্ষা ছিল না। আমাদের যখনই যেখানে দেখা হতো, একে অপরকে জড়িয়ে ধরতাম।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর