× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

মেসির সঙ্গে কখনোই খেলতে চান না মদরিচ

খেলা

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০১৮, শনিবার

সাবেক সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সম্পর্কের অবনতির খবর নাকচ করে দিয়েছেন লুকা মদরিচ। আর লিওনেল মেসির সঙ্গে কখনোই এক দলে খেলবেন না বলে জানান, এই রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। রোনালদো রিয়াল ছাড়ার পর স্প্যানিশ লা লিগায় মেসির প্রতিদ্বন্দ্বী হিসেবে মদরিচকেই মনে করছেন অনেকে। গতকাল ফ্রান্স ফুটবলকে দেয়া এক সাক্ষাৎকারে মদরিচ বলেন, নিজের সতীর্থ হিসেবে তাকে (মেসি) দেখার কোনো ইচ্ছা নেই আমার। আমি তার বিপক্ষে খেলতে চাই, তার সঙ্গে নয়। অবশ্যই মেসি ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়, কিন্তু আমি তার সঙ্গে কখনোই খেলবো না। আগামী ২৮শে অক্টোবর এল ক্লাসিকোয় মেসির বার্সেলোনা মুখোমুখি হবে মদরিচের রিয়াল মাদ্রিদের। ক্লাব ও দেশের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটানোর পর চলতি বছরের ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার ভাবা হচ্ছে মদরিচকে।
রোনালদোর সঙ্গে রিয়াল মাদ্রিদের হয়ে টানা তিন বার চ্যাম্পিয়ন্স লীগ জেতেন ৩৩ বছর বয়সী এই তারকা। রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে নিয়ে যান ফাইনালে। জেতেন আসরের সেরা খেলেয়াড়ের পুরস্কার। পরে জুভেন্টাস তারকা রোনালদোকে পেছনে ফেলে ফিফা’র বর্ষসেরার পুরস্কার জেতেন মদরিচ। মদরিচ বলেন, মাদ্রিদে আমরা একসঙ্গে ছয়টা অসাধারণ মৌসুম কাটিয়েছি। সেখানে আমাদের মাঝে দারুণ বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়েছে। এখন সে চলে গেছে। তারপরও আমাদের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। আমরা একজন আরেকজনকে বার্তা পাঠাই। যদিও অনেকে এটাকে সত্য বলতে রাজি নয়, কিন্তু আমি এটা বলতে পারি আমরা এখনও ভালো সম্পর্ক বজায় রেখেছি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর