× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

আমতলীতে অপহরণ ও গুম মামলার ভিকটিম ঢাকা থেকে উদ্ধার

বাংলারজমিন

আমতলী (বরগুনা) প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৮, শনিবার

আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া  ইউপি’র তারিকাটা গ্রামের   মৌজে আলী মোল্লার দায়েরকৃত গুম মামলার ভিকটিম  মো. রিপন (২০)কে উদ্ধার করেছে  ঢাকার  শাহবাগ থানা পুলিশ। মো. রিপন ২০১৬ সালে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিেস্ট্েরট কোর্টে দায়েরকৃত সি আর মামলা নং ১৩৬৪/১৬  মামলার  ভিকটিম।
ঢাকার শাহ্‌বাগ থানা সূত্রে জানা যায়, ১৬ই অক্টোবর ২০১৮ তারিখ  থানার এসআই মো. তরিকুল ইসলাম রাত ২টা ৩০ এর সময় শাহবাগ থানার পুরাতন কন্ট্রোলরুম সংলগ্ন ফুটওভার  ব্রিজের  নিচে ফুটপাতে  রিপন (২০)কে  ঘোরাফেরা করিতে দেখে জিজ্ঞাসাবাদ করেন। রিপন নাম ঠিকানা সঠিক মতো বলতে পারে নাই। একেক বার একেক রকম কথা বলেন। সে কারণে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায়  কোর্টে প্রেরণ করেন।
 বিজ্ঞ মহানগর হাকিম আদালতে দেয়া পুলিশ প্রতিবেদনে আরো উল্লেখ করেন যে, প্রাথমিক তদন্তকালে জানা যায়, উক্ত রিপনের পিতা মৌজে আলী মোল্লা, তার ছেলে রিপন (২০)কে গত ৮/১০ বছর পূর্বে প্রতিবেশী আবদুল ওহাব প্যাদার ছেলে/মেয়ের বাস কাজ করিতে দেয়। কিছুদিন পরে উক্ত কাজের বাসা হইতে কাউকে না বলে রিপন স্বেচ্ছায় পালিয়ে ঢাকায় চলে যায়। রিপনের পিতা পুত্রর কোনো খোঁজ না পেয়ে  একই গ্রামের আবদুল ওহাব প্যাদা, খোকন প্যাদা,  বশির প্যাদা, সুখী বেগমের বিরুদ্ধে  বরগুনা আদালতে সিআর মামলা নং ১৩৬৪/২০১৬ (আমতলী) ধারা ৩৪/৩৬৪(ক) দায়ের করেন।
৫৪ ধারার   মামলার তদন্তকারী কর্মকতা এস আই মো. তরিকুল ইসলাম জানান রিপন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর