× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

‘মহেশখালীতে এবার শান্তি ফিরবে’

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে
২০ অক্টোবর ২০১৮, শনিবার

কক্সবাজার দ্বীপ উপকূল মহেশখালী একসময় সন্ত্রাসী রাজ্যে পরিণত হয়েছিল। শত-শত সন্ত্রাসী গ্রুপের হাতে উপকূলীয়বাসী জিম্মি হয়ে পড়ে। জল ও স্থলে সন্ত্রাসীরা সমানতালে দস্যুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এবার সুন্দরবনের পর দ্বীপ উপকূল মহেশখালীর বিপুল অস্ত্র নিয়ে একাধিক সন্ত্রাসী বাহিনী অন্তত অর্ধ শতাধিক সদস্য র‌্যাবের হাতে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন জানিয়েছে র‌্যাব। স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন তারা। জানা গেছে, সম্প্রতি যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মহসিন-উল হাকিম ও চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার আকরাম হোসেনের মধ্যস্থতায় প্রথম দফায় এসব সন্ত্রাসী র‌্যাবের কাছে আত্মসমর্পণে ইচ্ছাপোষণ করে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে আজ পুলিশের তালিকাভুক্ত অর্ধ শতাধিক মহেশখালী এলাকার সশস্ত্র সন্ত্রাসী ও কুখ্যাত জলদস্যু র‌্যাবের কাছে আত্মসমর্পণ ও তাদের অবৈধ অস্ত্র জমা দেবে। অপরাধজগৎ ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য দীর্ঘদিন যাবৎ কৌশলে অপরাধীদের উৎসাহ প্রদানের প্রেক্ষিতে সশস্ত্র সন্ত্রাসী ও জলদস্যুরা আত্মসমর্পণে আগ্রহ প্রকাশ করে।
মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠান করার জন্য এখন ব্যাপক প্রস্তুতি চলছে। আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও পুলিশের আইজি, র?্যাবের ডিজি বেনজির আহমদ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, র?্যাব-৭ এর কমান্ডার, কোস্টগার্ডের কমান্ডারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ বিভাগের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সশস্ত্র অপরাধী ও জলদস্যুদের আত্মসমর্পণের বিষয়টি নিয়মিত দেখভাল করছেন বলে মহেশখালীর ওসি জানিয়েছেন। এ উদ্যোগ সফল হলে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে জলদস্যুদের ভয়ানক উৎপাত বন্ধ হবে এবং এ অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হবে বলে একজন উপকূল অপরাধ বিশেষজ্ঞ জানিয়েছেন। কক্সবাজার-২ আসনের এমপি আশেক উল্লাহ রফিক বলেন, ‘আজ ১১টায় আত্মসমর্পণ উপলক্ষে মহেশখালী পৌর সদরের আদর্শ  উচ্চবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।’ র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত অন্তত শতাধিক সন্ত্রাসী তাদের অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার ইচ্ছাপোষণ করেছেন। আজ স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তারা আনুষ্ঠানিক আত্মসমর্পণ করবেন।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর