× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

সোনাগাজীতে প্রচারণায় আওয়ামী লীগ, মামলায় বিএনপি

দেশ বিদেশ

মো. শফি উল্লাহ রিপন, সোনাগাজী (ফেনী) থেকে
২০ অক্টোবর ২০১৮, শনিবার

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রচারণায় ব্যস্ত। প্রায় প্রতিদিনই সরকারের ১০ বছরের সাফল্য ও উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরাসহ নানা কর্মসূচি পালন করছে তারা। অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা নির্বাচনী প্রচার-প্রচারণা শুরুই করতে পারেনি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষণার দিন বিক্ষোভ মিছিল করার পর থেকে সোনাগাজীতে দলটির নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। ওইদিন পুলিশের  সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের ২৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। সোনাগাজীর রাজনৈতিক মাঠ থেকে পুরোপুরি উধাও বিএনপি। এমনকি ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারাদণ্ডের প্রতিবাদে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি পালনে মাঠে নামেনি নেতাকর্মীরা। গত কয়েক মাসে পুলিশের উপর হামলা, নাশকতা, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীর উপর হামলা, বাড়ি ভাঙচুরের অভিযোগে বিএনপির সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ৫টি মামলা হয়।
দলটির নেতৃবৃন্দ এসব মামলাকে ‘গায়েবি মামলা’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদ জানালেও কোনো কর্মসূচি পালন করেনি। দলটির মাঠ পর্যায়ের নেতাকর্মী যারা মামলায় আসামি হয়েছে তারা জামিন নিতে ছুটছে আদালতপাড়ায়। এসব মামলায় দলটির উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ আসামি হয়নি। তারপরেও মামলার ভয়ে পালিয়ে আছেন তারা।
গত কয়েক মাস ধরে সোনাগাজী উপজেলায় নির্বাচনী প্রচার অভিযান করেছে আওয়ামী লীগ মনোনয়নপ্রত্যাশীরা। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিদিনই ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের হাটবাজারে মিছিল মিটিং, গণসংযোগ প্রচারাভিযান করছে। এসব কর্মসূচিতে বর্তমান সরকারের সাফল্য ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরছেন তারা। সমালোচনা করছেন বিএনপি জোটের। উঠান বৈঠকের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় জনসাধারণের কাছে সরকারের সাফল্যের চিত্র তুলে ধরে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য উদ্বুদ্ধ করছে। আওয়ামী লীগের প্রচারাভিযানে দিন-রাত মাঠ চষে বেড়াচ্ছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সহসম্পাদক, ছাত্রলীগের সাবেক সহসভাপতি জহির উদ্দিন মাহমুদ লিপটন। আসনটিতে দলের মনোনয়নপ্রত্যাশী এ নেতা বলেন, মানুষ আগামী নির্বাচনে আওয়ামী লীগকে তৃতীয় বারের মতো ক্ষমতায় আনবে। গত ১০ বছরে সোনাগাজীতে যে উন্নয়ন হয়েছে অতীতের কোনো সরকার তা করতে পারেনি। এক সময়ের সন্ত্রাসের জনপদে শান্তির সুবাতাস বইছে। একাদশ নির্বাচন হবে সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে। ওই নির্বাচনের রায় হবে উন্নয়ন, অগ্রগতি আর উন্নত দেশ বিনির্মাণের পক্ষে।
বিএনপি নেতাদের অভিযোগ, আগামী নির্বাচনে বিএনপিকে মাঠে না থাকতে দেয়ার জন্যই আওয়ামী লীগ প্রশাসনকে ব্যবহার করছে। কোনো ঘটনা ছাড়াই দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করে ফাঁকা মাঠে নির্বাচন করার পরিকল্পনা করছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টু বলেন, সোনাগাজীতে বিএনপি নেতাকর্মীদের মাঠে নামতে দিচ্ছেনা শাষক দল ও পুলিশ।মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মনে ভয় ঢুকিয়ে দেয়ার জন্য তাদের ঘরছাড়া করার জন্য গায়েবি মামলা দেয়া হচ্ছে। মাঠে যাতে কোনো নেতাকর্মী দাঁড়াতে না পারে সে জন্য গত কয়েক মাসে ৬টি গায়েবি মামলা করা হয়েছে।
জনগণ ভোট দিতে পারলে বিএনপি প্রার্থী জয়লাভ করবে তাতে কোনো সন্দেহ নেই।
বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, তাদের অভিযোগ সঠিক না। মামলা হওয়ার জন্য সবার আগে দরকার ঘটনা। সুনির্দিষ্ট ঘটনার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পুলিশ মামলা করেছে। অযথা পুলিশ কাউকে হয়রানি করছে না।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর