× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

মোস্তাফিজকে ছেড়ে দিলো মুম্বই

খেলা

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০১৮, রবিবার

মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে ভারতীয় প্রিমিয়ার লীগের (আইপিএল) দল মুম্বই ইন্ডিয়ান্স। বাংলাদেশি কাটার মাস্টারের সঙ্গে মুম্বই শিবির থেকে বাদ পড়েছেন শ্রীলঙ্কার স্পিনার আকিলা ধনঞ্জয়া। তাদের ছেড়ে দিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান কুইন্টন ডি কককে দলে ভিড়িয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আগামী বছরের মার্চে আইপিএল’র ১২তম আসর মাঠে গড়ানোর কথা রয়েছে। মোস্তাফিজ আইপিএল-এ প্রথম অংশ নেন ২০১৬ সালে। নিজের প্রথম আসরেই সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ঝলক দেখান তিনি। দলকে শিরোপা জিতিয়ে নির্বাচিত হন টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটার। পরের আসরে বাঁহাতি এই পেসারকে রেখে দিলেও আইপিএল’র ১১তম আসরে তাকে ছেড়ে দেয় হায়দরাবাদ।
পরের বার নিলামে দুই কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে ভেড়ায় মুম্বই। আইপিএল’র সর্বশেষ আসরে মুম্বইয়ের জার্সি গায়ে সব মিলিয়ে সাত ম্যাচে মাঠে নেমেছেন মোস্তাফিজ। এর মধ্যে ২৭.৩ ওভারে ৮.৩৬ গড়ে ২৩০ রানে নেন সাত উইকেট। অস্ত্রোপচারের পর আইপিএল-এ আবারো ফিরে ১১তম আসরে দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেননি বাংলাদেশি এ কাটার মাস্টার। আইপিএল-এ ২৪ ম্যাচ খেলে মোট ২৪টি উইকেট নিয়েছেন মোস্তাফিজ। এবারের আসরকে সামনে রেখে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেয়ার জন্য ১৫ই নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। এ সময় পুরনো খেলোয়াড় ধরে রাখার পাশাপাশি নতুন খেলোয়াড় কিনতেও পারবে তারা। কেনার জন্য প্রতিটি দল ৩ কোটি রুপি পর্যন্ত ব্যবহারের সুযোগ পাবে। উদ্বৃত্ত অর্থ ফ্র্যাঞ্চাইজিগুলো ব্যবহার করতে পারবে মূল নিলামে। এবারের আইপিএল’র নিলাম হওয়ার কথা রয়েছে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর