× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

মুন্সীগঞ্জে নৌ-র‌্যালি

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে
২১ অক্টোবর ২০১৮, রবিবার

 ‘মা ইলিশ রক্ষা পেলে বারো মাস ইলিশ মিলে, মা ইলিশ ধরবো না দেশের ক্ষতি করবো না’- স্লোগানে মুন্সীগঞ্জে মা ইলিশ রক্ষায় জনসচেতনতার লক্ষ্যে নৌ-র‌্যালি, প্রচার ও অভিযান অনুষ্ঠিত হয়েছে। গত ৭ই অক্টোবর থেকে আগামী ২৮শে অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় গতকাল দিনব্যাপী জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে এই অভিযান চলে। বেলা ১১টায় ধলেশ্বরী নদীর মুন্সীগঞ্জ লঞ্চঘাট থেকে জেলা প্রশাসক সায়লা ফারজানার নেতৃত্বে এই নৌ-র‌্যালি শুরু হয়। অভিযানের পথে পথে গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে ১০ হাজার মিটার কারেন্টজাল, কয়েক কেজি মা ইলিশ ও ৬ জনকে আটক করা হয়। পরে তাদের জরিমানা করে ছেড়ে দেয়া হয়। নৌ-র‌্যালিতে জেলা প্রশাসক সায়লা ফারজানা ছাড়াও জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস, নৌ-পুলিশ, কোস্টগার্ড, রোভার, রেডক্রিসেন্ট ও স্কাউটসের সদস্যসহ বিভিন্ন দপ্তরের লোকজন উপস্থিত ছিলেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর