× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

পরকীয়ার জেরে রংপুরে সংঘর্ষ, উত্তেজনা

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
২১ অক্টোবর ২০১৮, রবিবার

পরকীয়া প্রেমের ঘটনাকে কেন্দ্র করে রংপুরে অনন্তরামপুর গ্রামে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যে বিচারের নামে সালিশসহ তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে গেছে। সংঘর্ষে দু’পক্ষের মধ্যে আহত হয়েছে প্রায় ২০ জন। আহতদের পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সসহ রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারমুখী দু’পক্ষের উত্তেজনা এড়াতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনা ঘটেছে পীরগাছা উপজেলার সদরের অনন্তরাম উচাপাড়া রেলগেট এলাকায়। এলাকাবাসীরা জানায়, অনন্তরামপুরের বাবু মন্ডলের পুত্র দু’সন্তানের জনক শাহাজাহান মন্ডল মিঠু (৩২) এর সঙ্গে তার প্রতিবেশী হতদরিদ্র দিনমজুর একরামুল হকের স্ত্রী দু’সন্তানের জননী শিল্পী বেগমের (২৫) দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেম চলে আসছে। পরকীয়া প্রেমের বিষয়টি গ্রামবাসীদের মধ্যে জানাজানি হলে নড়েচড়ে বসে এলাকার মাতব্বরসহ অন্যান্যরা।
এক পর্যায়ে দু’জনকে অন্তরঙ্গ মুহূর্তে ধরে ফেলে প্রেমিক মিঠুকে পুলিশে দেয়। মিঠু অর্থের বিনিময়ে ছাড়া পেয়ে সাঙ্গ-পাঙ্গ নিয়ে এলাকাবাসীদের শায়েস্তা করতে এসে তাদের উপর চড়াও হয়। পরিস্থিতি জটিল আকার ধারণ করায় এক পর্যায়ে প্রেমিকা শিল্পী বিয়ের দাবিতে মিঠুর বাড়িতে অবস্থান নেয়। অবস্থা বেগতিক দেখে মিঠু এ প্রেমকে অস্বীকার করে এবং তার লোকজন দিয়ে শিল্পীর উপর চড়াও হয়। এ ঘটনা গ্রামবাসীর মধ্যে জানাজানি হলে তারা সালিশী বৈঠকের আয়োজন করে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বৈঠকে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তুমুল সংঘর্ষ বেধে যায়। এতে আল আমিন, ফারুক, শিল্পী, টিটু, স্বপন, হালিম, গোলাপ, রিপনসহ প্রায় ২০ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আল-আমিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ফারুক ও টিটু মিয়াকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে পীরগাছা থানার ওসি (তদন্ত) আজিম উদ্দিন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে উভয়ে পক্ষের মধ্যে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি নজরদাবি অব্যহত রয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর