× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সিনিয়র জুনিয়রে আপত্তি সাকিবের

খেলা

স্পোর্টস রিপোর্টার
২১ অক্টোবর ২০১৮, রবিবার

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে দেশের মাটিতে নয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বাংলাদেশে। আঙুলের ইনজুরির কারণে আপাতত এই সিরিজে দর্শক হয়ে থাকতে হচ্ছে সাকিব আল হাসানকে। আঙুলের চোট সারিয়ে কবে মাঠে ফিরতে পারবেন, সেটি অজানা। বিষয়টি তিনি ছেড়ে দিচ্ছেন সময়ের ওপর। তবে সাকিবের বিশ্বাস, জিম্বাবুয়ে সিরিজে প্রত্যাশিত ফলই পাবে বাংলাদেশ। সাকিব-তামিমের অনুপস্থিতিতে এই সিরিজে ভালো করতে হবে জুনিয়র ক্রিকেটারদের- সাকিবের আপত্তিটা এখানেই। জুনিয়র-সিনিয়র শব্দই তার পছন্দ নয়। গতকাল হোটেল লামেরিডিয়ানের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দেশসেরা এই ক্রিকেটার বলেন, ‘আমার কাছে জুনিয়র-সিনিয়র শব্দই পছন্দ হয় না।
যারা দলে আছে তারা সবাই (ভালো) খেলার সামর্থ্য রাখে। তা না হলে তারা দলে থাকত না। এখানে সিনিয়র-জুনিয়রের কতটুকু দায়িত্ব, এমন কোনো বিষয় নেই। সবার একটাই দায়িত্ব- কীভাবে দলের হয়ে ম্যাচটা জেতা যায়। সেই চেষ্টা সবাই করবে। কোনো দিন দুই-তিনজন ভালো খেলবে। কোনো দিন চার-পাঁচজন ভালো করবে। একটা ম্যাচে ১১ জনেরই ভালো খেলা কঠিন। সেটা যদি খেলে তাহলে বাংলাদেশ সব ম্যাচ জিততে পারবে।’ দল থেকে কোনো খেলোয়াড় বাদ পড়লে তাকে ‘খারাপ খেলোয়াড়’ বলতেও রাজি নন সাকিব। দলে আসা-যাওয়ার ব্যাপারটি এভাবে দেখছেন টেস্ট ও টি- টোয়েন্টি অধিনায়ক, ‘যারা দলে থাকে ভালো করে দলে আসে। আর যারা দলে থাকে না তারা একটু খারাপ খেলায় বাদ পড়ে। তার মানে এই না যে, যে দলে থাকে না সে খেলোয়াড় হিসেবে খারাপ; আবার যে দলে আছে সে খেলোয়াড় হিসেবে ভালো। যখন যার সুযোগ আসবে সে অবশ্যই চেষ্টা করবে যেন ভালো করতে পারে। দলের হয়ে অবদান রাখতে পারে। এটাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত খেলোয়াড়দের।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর