× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

বাংলাদেশ ৪১ জিম্বাবুয়ে ২৮

খেলা

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০১৮, রবিবার

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। এটি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ৭০তম ওয়ানডে ম্যাচ। এর আগে দুই দলের ৬৯ ম্যাচের মধ্যে বাংলাদেশ ৪১ ম্যাচে আর জিম্বাবুয়ে জেতে ২৮ ম্যাচে। ১৯৯৭ সালে প্রথমবারের মতো জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ওই ম্যাচে বাংলাদেশ হার দেখে ৪৮ রানে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ১০ ওয়ানডে ম্যাচে হারে বাংলাদেশ। ১১ ও ১২তম ম্যাচ পরিত্যক্ত হয়।
১৩তম ম্যাচে জয় পায় টাইগাররা। ২০০৪ সালে হারারেতে হওয়া ওই ম্যাচে বাংলাদেশ জয় পায় ৮ রানে। এরপর টানা চার ম্যাচে হারে বাংলাদেশ। কিন্তু পরে টানা তিনটি জয় পায় টাইগাররা। এরপর থেকে জিম্বাবুয়ের বিপক্ষে আধিপত্য বিস্তার করে একের পর এক সাফল্য পেতে থাকে লাল-সবুজ জার্সিধারীরা। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে সর্বশেষ ১০ ম্যাচের ১০টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। ২০১৪ সালে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও ২০১৫ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে বাংলাদেশ হোয়াইটওয়াশ করে। আর গত জানুয়ারিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে দুইটি ম্যাচ খেলে দুইটিতেই জয় পায় বাংলাদেশ। দুই দলের মধ্যে হওয়া ওয়ানডে ম্যাচে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান বাংলাদেশের সাকিব আল হাসান। ৪৫ ম্যাচে ১৪০৪ রান করেছেন তিনি। এর মধ্যে তার তিনটি সেঞ্চুরি ও সাতটি হাফ সেঞ্চুরি রয়েছে। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন তামিম ইকবাল। ৩৮ ম্যাচ খেলে ১৩৭৪ রান করেছেন তিনি। এর মধ্যে একটি সেঞ্চুরি ও ৯টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। ১২২২ রান করে তৃতীয় অবস্থানে আছেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর। ১২০৩ রান করে চতুর্থ অবস্থানে আছেন বাংলাদেশের মুশফিকুর রহীম। ১১৯৫ রান করে পঞ্চম অবস্থানে আছেন এলটন চিগুম্বুরা। ১১৫২ রান করে ষষ্ঠ অবস্থানে রয়েছেন হ্যামিলটন মাসাকাদজা। ব্যাটিংয়ের ন্যায় বোলিংয়েও শীর্ষে আছেন সাকিব আল হাসান। তার উইকেট শিকার ৭৪টি। ৬২ উইকেট শিকার করে দ্বিতীয় অবস্থানে আছেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। ৫৬ উইকেট নিয়ে তৃতীয় অবস্থানে বাংলাদেশের স্পিনার আব্দুর রাজ্জাক। ৩৫ উইকেট নিয়ে চতুর্থ অবস্থানে আছেন জিম্বাবুয়ের রেমন্ড প্রাইস। ৩২টি উইকেট নিয়ে পঞ্চম অবস্থানে আছেন স্পিনার প্রসপার উতসেয়া।

হেড টু হেড
দেশ    ম্যাচ    জয়    পরা.
বাংলাদেশ    ৬৯    ৪১    ২৮
জিম্বাবুয়ে    ৬৯    ২৮    ৪১
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর