× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

রিয়াল মাদ্রিদ ১-২ লেভান্তে / ১১৬ বছরের ভোগান্তি রিয়ালের

খেলা

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০১৮, রবিবার

১১৬ বছরের পুরনো ভোগান্তির এক রেকর্ডে নাম উঠলো রিয়াল মাদ্রিদের। ক্লাবের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় গোলহীন থাকার রেকর্ড গড়লো কোচ হুলেন লোপেতেগির দল। যদিও গতকাল ডিফেন্ডার মার্সেলোর কল্যাণে এক গোল পায় রিয়াল। কিন্তু ততক্ষণে ভোগান্তির রেকর্ডে উঠে গেছে লোপেতেগির দলের নাম। আর ম্যাচও বাঁচাতে পারেননি মার্সেলোরা। স্প্যানিশ লা লিগায় গতকাল পুঁচকে দল লেভান্তের কাছে নিজ মাঠে বিধ্বস্ত হয় রিয়াল মাদ্রিদ। সান্টিয়াগো বার্নাব্যু মাঠে রিয়ালকে ২-১ গোলে হারায় লেভান্তে। স্প্যানিশ লা লিগায় শেষ ৫ ম্যাচের চারটিতে হার দেখলো রিয়াল মাদ্রিদ।
আসরে পাঁচ ম্যাচে জয়হীন রিয়াল মাদ্রিদ ছিটকে গেছে পয়েন্ট তালিকার সেরা চার থেকেও।
খেলা শুরুর ১৩ মিনিটের মধ্যেই পরিষ্কার ২-০ গোলে পিছিয়ে পড়ে মাদ্রিদিস্তারা। ষষ্ঠ মিনিটে মোরালেসের গোলে এগিয়ে যায় সফরকারী লেভান্তে। আর ১৩তম মিনিটে পেনাল্টি গোলে ব্যবধান দ্বিগুণ করেন মার্তি। ম্যাচের ৭২তম মিনিটে এক গোল শোধ দেন রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো। এতে দীর্ঘ ৪৮২ মিনিটের বিরতিতে গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। আর রচিত হয় রিয়ালের ভোগান্তির নতুন রেকর্ড। এমন আগের রেকর্ডে ১৯০২ সালে টানা ৪৬৫ মিনিট গোলহীন থেকেছিল রিয়াল মাদ্রিদ। চলতি লা লিগায় ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে শোভা পাচ্ছে রিয়াল মাদ্রিদের নাম। গতকাল নিজ মাঠে ম্যাচে ৭০% বল দখল ছিল রিয়াল মাদ্রিদের। প্রতিপক্ষ গোলবারে ৩৪টি শট নেন রিয়াল তারকারা। যার ১২টি ছিল অনটার্গেটে। অন্যদিকে ৬ চেষ্টায় দুই অনটার্গেট শট থেকেই গোল আদায় করে লেভান্তে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর