× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

বিতর্কিত নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্র্বাচন হতে পারে না: জমিয়ত মহাসচিব

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২১ অক্টোবর ২০১৮, রবিবার

২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুর হোসাইন ক্বাসেমী বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। দেশে কোনো আইন নেই, আইনের শাসন নেই। মানুষের জানমালের নিরাপত্তা নেই। জনগণ আজ তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। সরকার যা ইচ্ছা তাই করছে। জনগণের ভোটাধিকার হরণ করছে। মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায়। তিনি বলেন- বিতর্কিত নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন পুনর্গঠন, ২০ দলীয় জোটের শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিরোধীদলীয় সকল রাজবন্দিদের মুক্তি ও সংসদ ভেঙে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জনগণ এবার ৫ই জানুয়ারির মতো কোনো তামাশার নির্বাচন মেনে নিবে না। তিনি গতকাল দুপুরে সিলেটে এক সংক্ষিপ্ত সফরে আসলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা প্রদানকালে একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এম. সাইফুর রহমান, মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ ছলিম ক্বাসেমী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম, গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আবদুল আজিজ, বিশ্বনাথ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মহানগর জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ছদরুল আমিন, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদ, জেলার সাধারণ সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, যুবনেতা মাওলানা জফির উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন খান, মাওলানা জামাল উদ্দিন হক্কানী, আবদুল আহাদ আল আতিক, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মো. লুৎফুর রহমান, সহ-সভাপতি আবুল খয়ের, মো. লোকমান হাকীম, ছাত্রনেতা আবদুর রহমান নাদিম, হাফিজ ফুযায়েল আহমদ, শামীম আহমদ, নজরুল ইসলাম, আতিকুর রহমান, কামরুল ইসলাম প্রমুখ। ওসমানী বিমানবন্দর থেকে জমিয়ত মহাসচিব আল্লামা ক্বাসেমীকে নিয়ে দলীয় নেতাকর্মীরা কাজীর বাজার মাদরাসায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও জামেয়া ইসলামিয়া কাজীর বাজার মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর