× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেটে হুঁশিয়ারি / দাবি না মানলে ২৮ ও ২৯শে অক্টোবর পরিবহন ধর্মঘট

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২১ অক্টোবর ২০১৮, রবিবার

সড়ক পরিবহন আইন ২০১৮ সংস্কারসহ ৮ দফা দাবি সংবলিত আলটিমেটাম দিয়েছেন পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। গতকাল সিলেটে অর্ধদিবস বাস ধর্মঘট পালন শেষে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এই ঘোষণা দিয়ে বলেন- ২৭শে অক্টোবরের মধ্যে দাবি না মানলে আগামী ২৮ ও ২৯শে অক্টোবর ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালন করা হবে। এ সময় তিনি বলেন, ৪৮ ঘণ্টার ধর্মঘটে দাবি আদায় না হলে, ৯৬ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হবে। তাতেও দাবি আদায় না হলে সারা দেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দেয়া হবে। সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবদুর রহিম বক্স দুদু ও সাদিকুর রহমান হিরু। সমাবেশের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে শ্রমিক নেতারা ২৮ ও ২৯শে অক্টোবর দুই দিনব্যাপী পরিবহন ধর্মঘট আহ্বান জানান। বিভাগীয় শ্রমিক সমাবেশে সকল উপ-কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন। এদিকে শ্রমিক ধর্মঘটের কারণে সিলেটে সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত বাস চলেনি।
এ কারণে রাজধানীর ঢাকার সঙ্গে সিলেটের বাস যোগাযোগ বন্ধ ছিল। এতে করে দূরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েন। বাস ধর্মঘট থাকার কারণে রেলের টিকিটেরও সংকট দেখা দেয়। বেলা ২টায় সমাবেশের পর সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল ছেড়ে চলে যায় দূরপাল্লার বাস।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর