× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকান্ডে ৪ বাংলাদেশির মৃত্যু

অনলাইন

অনলাইন ডেস্ক
(৫ বছর আগে) অক্টোবর ২১, ২০১৮, রবিবার, ১০:৪৮ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকায় এক বিপণিবিতানে অগ্নিকাণ্ডে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন ফেনী ও একজন জামালপুরের বাসিন্দা। নিহতদের পরিবার সূত্র এ তথ্য পাওয়া গেছে। এদিকে এই মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম।

নিহতরা হলেন, ফেনীর দাগনভূঁইয়া উপজেলার জগৎপুর গ্রামের বজলের রহমান খানের  ছেলে মমিনুল হক (৫০), সোনাগাজী উপজেলার চর মজলিশপুর গ্রামের আবুল খায়েরের ছেলে আনোয়ার হোসেন (২৭), মোশারফ হোসেন (২৫) এবং জামালপুর জেলার মো. ইব্রাহীম।

নিহত মমিনুলের ভাই নবিউল হক জানান, শনিবার ভোরে দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রভিন্সের ব্রিটস শহরের একটি বিপণিবিতানে এ ঘটনা ঘটে বলে । তিনি বলেন, তার ভাগ্নে আমজান হোসেন (আনোয়ারের বড় ভাই) দক্ষিণ আফ্রিকা থেকে টেলিফোনে জানিয়েছেন, ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর আগেই চারজনের মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নবিউল জানান, তার বড় ভাই ও দুই ভাগ্নের মৃত্যুতে পরিবারের সবাই বারবার মূর্ছা যাচ্ছেন।
দাগনভূঁইয়া থানার ওসি সালেহ আহম্মদ পাঠান বলেন, স্থানীয়ভাবে তাদের মৃত্যুর খবর আমরা জেনেছি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর