× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

এনডিএম’র নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

এক্সক্লুসিভ

স্টাফ রিপোর্টার
২২ অক্টোবর ২০১৮, সোমবার

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশন (ইসি)কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্তে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গতকাল এ রায় দেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। রায়ের কপি পাওয়ার ১৫ দিনের মধ্যে ইসিকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে আদালতের রায়ে। আদালতে এনডিএম’র পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আখতার ইমাম। সঙ্গে ছিলেন, আইনজীবী রাশনা ইমাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য গত বছরের ডিসেম্বরে ইসি বরাবর আবেদন করে। ইসি’র কার্যতালিকা অনুসারে গত বছরের ডিসেম্বরের আবেদনগুলো চলতি বছরের মার্চ মাসের মধ্যে নিষ্পত্তির কথা ছিল।
কিন্তু সময় পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো জবাব না পাওয়ায় গত ২৭শে জুন হাইকোর্টে রিট আবেদন করে দলটি। এর প্রেক্ষিতে এনডিএম’র আবেদনটি নিষ্পত্তি করতে সময় বেঁধে দিয়েছিলেন হাইকোর্ট।

এরপর দলটির নিবন্ধন আবেদন বাতিল ঘোষণা করে চিঠি দেয় ইসি। সেই চিঠির বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট দায়ের করেছিলেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ। গত ৮ই জুলাই এনডিএমকে নিবন্ধন দেয়া প্রশ্নে রুল জারি করে হাইকোর্ট। গত ১৬ই অক্টোবর রুলের শুনানি শেষে রায়ের জন্য ২১শে অক্টোবর (গতকাল) দিন ধার্য করেন হাইকোর্টের ওই বেঞ্চ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর