× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

খালেদার মুক্তির দাবি মাসুদ হিলালীর

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২২ অক্টোবর ২০১৮, সোমবার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও সাজা বাতিল, বিএনপির সকল নেতাকর্মীর নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করে সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি- এই ছয় দাবিতে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন কিশোরগঞ্জ সদর আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মো. মাসুদ হিলালী। রোববার দুপুরে শহরের শোলাকিয়া এলাকার স্কলার’স ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে তিনি এই সংবাদ সম্মেলন করেন। কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চার দলীয় ঐক্যজোটের সাবেক আহ্বায়ক মো. মাসুদ হিলালী এসব দাবি আদায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ নির্মম চক্রান্তের শিকার হয়ে কারাবন্দি। দেশে গণতন্ত্র, ন্যায়বিচার, বাক-স্বাধীনতা বলতে কিছুই নাই। একজন দেশপ্রেমিক নাগরিক ও মুক্তিযোদ্ধা হিসেবে আমরা চুপ থাকতে পারি না। তাই এই সরকারকে হটাতে হবে। এজন্যে সবার ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। আগামী সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়নের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক এমপি মো. মাসুদ হিলালী বলেন, অতীতে দলের প্রয়োজনে অনেক ত্যাগ স্বীকার করেছি।
ভবিষ্যতেও দল যদি যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তবে দেশের পরিবেশ পরিস্থিতি বুঝে সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিবো। এজন্যে গত দুই মাস ধরে সংসদীয় এলাকার বিভিন্ন ইউনিয়নে প্রায় ৪০টি কর্মীসভা করে তৃণমূলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি।
সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম, মারিয়া ইউনিয়নের সাবেক সভাপতি জিয়াউল হক, সাবেক সাধারণ সম্পাদক সাইফউদ্দিন, যশোদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর