× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

যশোরে মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন এমপি মনিরুলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, যশোর থেকে
২২ অক্টোবর ২০১৮, সোমবার

যশোর ২ আসনের (চৌগাছা-ঝিকরগাছা) সংসদ সদস্য এড. মনিরুল ইসলামের বিরুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে প্রস্তাবিত স্মৃতি স্তম্ভের জমি দখলের অভিযোগ উঠেছে। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে ঝিকরগাছা এলাকার মুক্তিযোদ্ধা গোলাম মোর্তজা জেম এসব অভিযোগ করেন। গোলাম মোস্তফা জেম একই এলাকার ৭১’এ পাক হানাদার বাহিনীর হাতে নিহত শহীদ মুক্তিযোদ্ধা মশিয়ার রহমান হেমের ভাই। তবে সংসদ সদস্য মনিরুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা গোলাম মোর্তজা জেম বলেন, আমার ভাই মাফিজুর রহমান হেম ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে যোগদান করেন। মুক্তিযুদ্ধ চলাকালে আগস্ট মাসে আমার ভাই পাক বাহিনীর হাতে ধরা পড়ে। পরে পাক বাহিনীর নির্মম নির্যাতনে তিনি শহীদ হন। স্বাধীনতা যুদ্ধের পর বঙ্গবন্ধু এ খবর জানার পর একটি শোকবার্তা ও দুই হাজার টাকার চেকও পাঠান।
ওই সময় আমার বাবা আবদুর রব সরদার ও তৎকালীন আওয়ামী লীগের সংসদ সদস্য বর্তমান এমপি মনিরুল ইসলামের পিতা মরহুম আবুল হোসেন মিলে আমার পৈত্রিক পৌনে ছয় শতক জমিতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতি স্তম্ভের জন্য জায়গা নির্ধারণ করিয়া মাটি ভরাট করেন। তখন থেকে ওই স্থানে শহীদ মুক্তিযোদ্ধা মফিজুর রহমান হেমের নামে বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে থাকে। বর্তমানে ওই জমির মালিক আমি নিজে। অথচ সমপ্রতি এমপি মনিরুল ইসলাম আবুল হোসেন ফাউন্ডেশনের নামে আমার ভাইয়ের স্মৃতি সৌধের জমিসহ দুই ভূমিহীন মহিলা আনোয়ারা বেগম ও কুলসুম বিবির সরকার প্রদত্ত ২২ শতক জমিসহ বিভিন্ন মালিকের প্রায় তিন একর জমি প্রাচীর দিয়ে ঘিরে দখল করে নিয়েছেন। আমি জমিটি দখলমুক্ত রাখার জন্য জেলা প্রশাসকসহ বিভিন্ন সংস্থার নিকট আবেদন করিয়াও কোন ফল পাই নাই। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, এমপির দখলকৃত জমি উদ্ধারের জন্য আইনী প্রক্রিয়া চালানো সম্ভব হচ্ছে না। এ বিষয়ে কোথাও প্রতিকার চেয়ে আবেদন করলে এমপির লোকজন হুমকি দিচ্ছে। যেকারণে আমাদের গোটা পরিবার আজ চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। এবিষয়ে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে তিনি শহীদ মুক্তিযোদ্ধা ভাইয়ের স্মৃতিস্থানটি সংরক্ষন করতে সংশিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন। সংবাদ সম্মেলনে ভূমিহীন আনোয়ারা বেগম উপস্থিত ছিলেন। এ বিষয়ে সংসদ সদস্য মনিরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের বলেন, সংবাদ সম্মেলনে গোলাম মোর্তজা জেমের বক্তব্য সঠিক নয়। জেম ও আমরা একই বংশের। সে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী লোক।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর