× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

রাজধানীতে বিএনপির কালো পতাকা মিছিল

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
২২ অক্টোবর ২০১৮, সোমবার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে কালো পতাকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে শ্যামলী কল্যাণপুর সড়কে এ মিছিল করে স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রায় তিন শতাধিক নেতাকর্মী। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিল শেষে নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করে। এছাড়া, গতকাল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিভিন্ন থানার নেতাকর্মীরা কালো পতাকা মিছিল করে। শাহবাগ থানা বিএনপির ২০ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব রফিকুল ইসলাম স্বপনের নেতৃত্বে প্রেসক্লাবের সামনে থেকে একটি মিছিল শুরু  হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। বংশাল থানা বিএনপির সভাপতি তাজউদ্দিন আহম্মেদ তাইজু ও কোতোয়ালি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদের নেতৃত্বে একটি মিছিল আলু বাজার থেকে শুরু হয়ে সুরিটোলা স্কুলের সামনে গিয়ে শেষ হয়। কামরাঙ্গীরচর থানা বিএনপির সভাপতি হাজী মনির হোসেন চেয়ারম্যানের নেতৃত্বে একটি মিছিল ঝাউচর চৌরাস্তা থেকে শুরু হয়ে কোম্পানিঘাট গিয়ে শেষ হয়।
কামরাঙ্গীচর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাইমের নেতৃত্বে অপর একটি মিছিল আসানউল্লাহ ঘাট থেকে শুরু হয়ে ইসলামনগর গিয়ে শেষ হয়। ডেমরা থানা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন রতন চেয়ারম্যান এর নেতৃত্বে একটি মিছিল হাজীনগর আড়িয়াল রোড থেকে শুরু হয়ে ডেমরা স্টাফ কোয়াটার ব্রিজে গিয়ে শেষ হয়। কদমতলী থানা বিএনপি সভাপতি হাজী মীর হোসেন মীরুর নেতৃত্বে ধোলাইপাড় বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল শুরু হয়ে মীর হাজারীবাগ মোড়ে গিয়ে শেষ হয়। কলাবাগান বিএনপি সভাপতি মো. সিরাজুল ইসলাম সিরাজ ও নিউমার্কেট থানা বিএনপির সহ-সভাপতি শাহ আলমের নেতৃত্বে হাতির পুল কাঁচাবাজার এলাকায় একটি মিছিল হয়।
সূত্রাপুর, গেন্ডারিয়া ও ওয়ারী থানা বিএনপির উদ্যোগে মহানগর দায়রা জজ আদালত এলাকায় একটি কালো পতাকা মিছিল করা হয়। চকবাজার থানা বিএনপি সভাপতি আনোয়ার পারভেজ বাদলের নেতৃত্বে ঘোড়া শহীদ মাজার থেকে একটি মিছিল শুরু হয়ে পলাশী মোড়ে গিয়ে শেষ হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি মোশারফ হোসেন খোকনের নেতৃত্বে লালবাগ ও হাজারীবাগ থানা বিএনপির নেতাকর্মীরা ঢাকেশ্বরী মন্দির থেকে একটি মিছিল শুরু করে ঢাকা শিক্ষা বোর্ড এলাকায় গেলে পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়। শ্যামপুর থানার বিএনপির সভাপতি আ ন ম সাইফুল ইসলামের নেতৃত্বে ধোলাইপাড় প্রধান সড়ক থেকে একটি মিছিল শুরু হয়ে জুরাইন রেলগেট গিয়ে শেষ হয়। এ ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যাত্রাবাড়ী, মুগদা, রমনা, পল্টন, মতিঝিল, সবুজবাগ, ধানমন্ডি ও খিলগাঁও থানার নেতৃবৃন্দ কালো পতাকা মিছিল করে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে থানায় থানায় কালো পতাকা মিছিল থেকে পুলিশ ওয়ারী থানা বিএনপি নেতা মো. রাহাত ও লালবাগ থানা বিএনপি নেতা মো. সেলিমসহ ১০/১২ জনকে গ্রেপ্তার করে এবং পুলিশি হামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ৮/১০ জন আহত হন। এছাড়া, ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানায় থানায় বিএনপি নেতাকর্মীরা কালো পতাকা মিছিল করে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর