× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

নেইমার ছাড়াই দাপুটে জয় পিএসজির

খেলা

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০১৮, সোমবার

প্রথমার্ধে অ্যাঙ্গেল ডি মারিয়ার দুটি কর্নার কাজে লাগালেন মার্কিনহোস ও আদ্রিও রাবিও। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ালেন ইউলিয়ান ড্যাক্সলার, কিলিয়ান এমবাপ্পে ও মুসা দিয়াবি। তারকা ফরোয়ার্ড নেইমারকে ছাড়াই এমিয়েঁকে হারিয়ে লীগ ওয়ানে জয়রথে থাকল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। নিজেদের মাঠে শনিবার ৫-০ জেতে তারা। টানা ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো তারা। পাশাপাশি লীগ ওয়ানে মৌসুমের শুরু থেকে টানা জয়ের রেকর্ড ১০ ম্যাচে টেনে নিয়ে গেল কোচ টমাস টুখেলের দল। শনিবার প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচে চালকের আসনে বসে পিএসজি। দ্বাদশ মিনিটে ডি মারিয়ার কর্নারে মার্কিনহোসের হেড ঠিকানা খুঁজে পায়।
৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বর্তমান চ্যাম্পিয়নরা।
আর্জেন্টাইন মিডফিল্ডার ডি মারিয়ার কর্নারে হেডে বল জালে পাঠান ফরাসি মিডফিল্ডার রাবিও। ৬০তম মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার ডি মারিয়াকে তুলে মুসা দিয়াবিকে নামান কোচ। দুই মিনিটে আরো দুই গোল দিয়ে জয় অনেকটাই নিশ্চিত করে নেয় পিএসজি। ৮০তম মিনিটে সতীর্থের বাড়ানো নিচু ক্রসে ডাইভিং হেডে ড্যাক্সলার লক্ষ্যভেদ করার পর দিয়াবির সঙ্গে বল দেয়া-নেয়া করে ডান পায়ের নিখুঁত শটে স্কোরলাইন ৪-০ করেন এমবাপ্পে। শেষ দশ মিনিটে খেই হারানো এমিয়েঁর বড় ব্যবধানের হার নিশ্চিত হয়ে যায় ৮৭তম মিনিটে দিয়াবির গোলে। ১০ ম্যাচে ৭ জয়, ২ হার ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিলে। সমান ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অলিম্পিক লিঁও।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর