× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

মেসি-রোনালদো ছাড়া প্রথম ‘এল ক্লাসিকো’

খেলা

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০১৮, সোমবার


অপরিচিত অনুভূতি নিয়ে আসছে এবারের ‘এল ক্লাসিকো’। এই প্রথম লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই মাঠে গড়াচ্ছে এল ক্লাসিকো ম্যাচ। গত ৯ বছর ফুটবলের অন্যতম দর্শকপ্রিয় ম্যাচে স্পটলাইটে ছিল মেসি-রোনালদো দ্বৈরথ। এবার নেই একজনও! আর দুই তারকার অনুপস্থিতিতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হাইভোল্টেজ ম্যাচও রঙ হারালো। আগামী রোববার (২৮ শে অক্টোবর) ন্যু ক্যাম্পে রিয়ালকে আতিথ্য দেবে বার্সা। রাত সোয়া ৯টায় খেলা শুরু হবে। রোনালদো আগে থেকেই নেই। আর মেসিও না থাকায় এবারের এল ক্লাসিকো যেন লবণ ছাড়া তরকারি! নিজেদের সবশেষ ম্যাচে সেভিয়ার বিপক্ষে ডান হাতের ফ্র্যাকচার নিয়ে মাঠ ছাড়েন মেসি।
২০০৭ সালের ডিসেম্বরের পর প্রথমবার মেসি কিংবা রোনালদোকে ছাড়া হতে যাচ্ছে এল ক্লাসিকো লড়াই। ১১ বছর আগের ম্যাচটিতে ইনজুরির কারণে খেলতে পারেননি মেসি। আর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হুলিও বাপতিস্তার গোলে ১-০ ব্যবধানে জয় কুড়ায় রিয়াল। রোনালদোর তখনও রিয়ালে আগমন হয়নি। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সান্টিয়াগো বার্নাব্যুতে পাড়ি জমান পর্তুগিজ সুপারস্টার। বাকিটা ইতিহাস। গত জুলাইয়ে ৯ বছরের রিয়াল অধ্যায়ের ইতি টেনে জুভেন্টাসে পাড়ি জমান রোনালদো। আর স্প্যানিশ ফুটবলে শেষ হয় প্রায় এক দশকের মেসি-রোনালদো দ্বৈরথ। এল ক্লাসিকোর ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি। রিয়ালের বিপক্ষে মোট ২৬ বার গোল উদযাপন করেন তিনি। লা লিগায় ১৮, স্প্যানিশ সুপার কাপে ৬ ও বাকি দুই গোল আসে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে। ১৮ গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আলফ্রেডো ডি স্টেফানো ও ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর সব গোলই আসে স্পেনের ঘরোয়া ফুটবল ম্যাচে (লা লিগায় ৯টি, কোপা দেল রে’তে ৫টি, স্প্যানিশ সুপার কাপে ৪টি)। গত এক দশক ফুটবল বিশ্ব শাসন করেন গ্রহের অন্যতম দুই সেরা ফুটবলার মেসি ও রোনালদো। দুইজনই পাঁচবার করে জেতেন ব্যালন ডি’অর (বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার)। নতুন ঠিকানায় জুভেন্টাসের জার্সিতে প্রথম তিন ম্যাচ গোলহীন থাকেন রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে ৫ গোল করেন সিআর সেভেন। অন্যদিকে, এ মৌসুমে বার্সার অধিনায়কের দায়িত্ব নিয়ে দারুণ ফর্মে মেসি। ইনজুরিতে পড়ার আগে ১২ ম্যাচে ১২ বার প্রতিপক্ষের জালে বল পাঠান ফুটবলের এই জাদুকর।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর