× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

চার ম্যাচ পর জয় বার্সেলোনার

খেলা

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০১৮, সোমবার

সেভিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খুব বেশি সময় মাঠে থাকতে পারেননি লিওনেল মেসি। তবে যতটুকু সময় ছিলেন তার মধ্যেই গোল করে ও করিয়ে জয়ের ভিত গড়ে দেন তিনি। তাতে দাপুটে এক জয়ে লীগ টেবিলের শীর্ষে ওঠে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে শনিবার স্প্যানিশ লা লিগার ম্যাচটি ৪-২ গোলে জেতে তারা। লীগে চার ম্যাচ পর জয়ের দেখা পেলো কোচ আরনেস্তো ভালভার্দের দল। শনিবার নিজ মাঠে ছন্দ খুঁজে ফেরা বার্সেলোনার ম্যাচের শুরুটা হয় দুর্দান্ত। ১২ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয় মিনিটে মেসির দারুণ রক্ষণচেরা পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ্পে কুটিনহো।
আর দ্বাদশ মিনিটে একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। মাঝ মাঠ থেকে লুইস সুয়ারেজের বাড়ানো বল ধরে অনেকখানি এগিয়ে গিয়ে একজনকে কাটিয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন এই আর্জেন্টাইন তারকা। চলতি লীগে এটা তার সপ্তম গোল। চার মিনিট পর বড় ধাক্কাটা খায় বার্সেলোনা। ১৬তম মিনিটে বল দখলের লড়াইয়ে পড়ে গিয়ে ডান হাতে ব্যথা পান মেসি। প্রথমে মাঠে পরে সাইডলাইনে বেশ কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা চলে তার। শেষ পর্যন্ত হাতে ব্যান্ডেজ নিয়ে মাঠ ছাড়েন তিনি। মেসির পরিবর্তে উসমান ডেম্বেলেকে মাঠে নামান কোচ। ৬৩তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান বাড়ান সুয়ারেজ। তিনি নিজেই প্রতিপক্ষের ডি-বক্সে বাজে ট্যাকলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচ পর গোলের দেখা পেলেন উরুগুয়ের এই স্ট্রাইকার। ৭৯তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে পাবলো সারাবিয়ার শট এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ালে ম্যাচে ফেরার আশা জাগে অতিথিদের।
৮৮তম মিনিটে জোরালো ভলিতে গোল করে সব অনিশ্চয়তার ইতি টানেন ক্রোয়াট মিডফিল্ডার রাকিতিচ। যোগ করা সময়ের প্রথম মিনিটে কলম্বিয়ার মিডফিল্ডার লুকাস মুরিয়েলের শটে শুধু আরেক দফা ব্যবধান কমায় সেভিয়া। শীর্ষে ওঠা বার্সেলোনার পয়েন্ট নয় ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আলাভেস। তৃতীয় স্থানে নেমে যাওয়া সেভিয়ার পয়েন্ট ১৬। ভিয়ারিয়ালের মাঠে ১-১ গোলে ড্র করা অ্যাটলেটিকো মাদ্রিদ সমান ১৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে চতুর্থ স্থানে আছে। দিনের প্রথম ম্যাচে ঘরের মাঠে লেভান্তের কাছে ২-১ গোলে হারা রিয়াল মাদ্রিদ ১৪ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর