× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

আলাপন /‘সে অন্য পেশার মানুষ’

বিনোদন

এন আই বুলবুল
২২ অক্টোবর ২০১৮, সোমবার

প্রেম করছি তবে বিয়ে পরিবারের সিদ্ধান্তে করবো। পরিবার থেকে যখন চাইবে তখন বিয়ের সাজে সাজবো-এভাবে নিজের বিয়ে প্রসঙ্গে বললেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঈশানা। কার সঙ্গে প্রেম করছেন জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, সে অন্য পেশার মানুষ। তবে একটা সময় শখের বসে মাঝে মধ্যে সেও মিডিয়াতে কাজ করতো। তার সম্পর্কে বেশি কিছু বলতে চাই না। সত্যি বলতে, ব্যক্তিগত বিষয়গুলো আমি প্রকাশ করতে চাই না। এছাড়া বিয়ে যখন করবো তখন সবাই জানবে। বিয়ে কেউ চাইলেই করতে পারে না।
যতক্ষণ সৃষ্টিকর্তা না চাইবেন। নাগরিক টিভিতে সপ্তাহের প্রতি সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার রাত ১০টায় প্রচার হচ্ছে দুই বাংলার শিল্পীদের নিয়ে ‘বাজলো ঝুমুর তারার নূপূর’ শিরোনামের একটি নাচের রিয়েলিটি শো। এতে ঈশানাও অংশ নিচ্ছেন। প্রায় দুই বছর আগে কলকাতায় অনুষ্ঠানটির শুটিং করেন এই অভিনেত্রী। ঈশানা বলেন, অনুষ্ঠানটির জন্য অনেক কষ্ট করতে হয়েছে।  কারণ এতে দুই বাংলার যারা অংশ নিয়েছেন প্রত্যেকেই অনেক ভালো। সেই কারণে প্রতিযোগিতাটা বেশ কঠিন ছিল বলতে পারি। তবে আমাদের পরিশ্রম স্বার্থক হয়েছে। অনুষ্ঠানটি প্রচারে আসার পর দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। এই ধরনের অনুষ্ঠান আমাদের আরো বেশি প্রয়োজন বলে আমি মনে করি। আমাদের টিভি চ্যানেলগুলো ইচ্ছে করলেই গতানুগতিকের বাইরে এমন নতুন নতুন অনুষ্ঠানের উদ্যোগ নিতে পারে। দর্শক সব সময় নতুন কিছু দেখেতে চায়। এদিকে এই অভিনেত্রী এখন ব্যস্ত সময় পার করছেন টিভি নাটকে। একক ও ধারাবাহিক দুটোতেই সমানতালে অভিনয় করছেন তিনি। সম্প্রতি নাগরিক টিভিতে প্রচার শুরু হয়েছে তার অভিনীত ‘এক পা দুপা’ শিরোনামের একিটি ধারাবাহিক। ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় ধারাবাহিকটিতে আরো অভিনয় করেছেন শম্পা রেজা, মামনুন হাসান ইমন, সুমাইয়া শিমু, ইমিসহ আরও অনেকে। এছাড়া তার হাতে আরো রয়েছে সৈয়দ শাকিলের ‘উল্টো স্রোত’, দেওয়ান নাজমুলের ‘সুয়োরানী দুয়োরানী’, মীর সাব্বিরের ‘নোয়াশাল’ ও  ‘নিউটনের তৃতীয় সূত্র’। প্রতিটি ধারাবাহিকে ঈশানা গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করছেন বলে জানান। এই সময়ের ধারাবাহিকে কাজ করে তিনি কতটা তৃপ্ত? এই প্রশ্নের উত্তরে ঈশানা বলেন, এখন আমাদের ধারাবাহিকে গল্পের সংকট রয়েছে। এছাড়া একক নাটকগুলোও বেশি হচ্ছে ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে। সত্যি বলতে, আমি চ্যালেঞ্জিং চরিত্র খুঁজছি। এটি আমার নিজের জন্য করতে চাই। যে কাজটি দেখে দর্শক আমাকে নতুন ভাবে আবিস্কার করবে। পাশের দেশের সিরিয়ালের প্রতি আমাদের দেশের দর্শকের দিন-দিন আগ্রহ বাড়ছে। অথচ আমাদের এত শিল্পী-নির্মাতা থাকতেও দর্শকদের ভালো কিছু দিতে পারছি না। এটি আমাদের ব্যর্থতা। টিভি নাটকে এই সময়ে কোন বিষয়গুলোকে প্রতিবন্ধকতা বলে মনে করেন ঈশানা? এই প্রশ্নের উত্তরে তার ভাষ্য, কোনো একটি নির্দিষ্ট বিষয়কে প্রতিবন্ধকতা বলা যাবে না। এখানে অনেক বিষয় জড়িত আছে। একদিকে আমাদের বাজেট সংকট। আরেক দিকে ভালো স্ক্রীপ্টের অভাব রয়েছে। তবে আমাদের অনেক মেধাবী স্ক্রীপ্ট রাইটার আছেন। বাজেটসহ বিভিন্ন সমস্যার কারণে তাদের কাজে লাগানো সম্ভব হচ্ছে না। এছাড়া নির্মাতাদের শুটিংয়ের সময় পুরো ইউনিটকে আরো গুছিয়ে রাখতে হবে। অনেক সময় দেখা যায় একজন শিল্পী স্পটে উপস্থিত। কিন্তু  অন্য শিল্পী উপস্থিত নেই। কিংবা এখনো সব কিছু সাজানো হয়নি বলে শুটিং শুরু করতে বিলম্ব হচ্ছে। আগে থেকে সঠিক পরিকলল্পা থাকলে এই সমস্যাগুলোর সমাধান সম্ভব।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর