× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

ইমরুলের অনুপ্রেরণার নায়ক মুশফিক

খেলা

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০১৮, সোমবার

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। গতকাল মিরপুর শেরে বাংলা জাতয়ি স্টেডিয়ামে ২৮ রানে জয় কুড়ায় টাইগাররা। এই ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ইমরুল কায়েস। কেলেছেন ১৪৪ রানের অনবদ্য এক ইনিংস। আর ম্যাচশেষে তার অনুপ্রেরণার নায়ক হিসেবে বলেছেন মুশফিকের কথা। মুশফিক বরাবরের মতোই পরিশ্রমী। দলের বিশ্রামের সময়েও তাকে অনুশীলনে দেখা যায়। মুশফিকের এ পরিশ্রমকেই অনুপ্রেরণা হিসেবে নিয়েছেন ইমরুল কায়েস।
তাইতো নিজেও সমমানের পরিশ্রম করছেন। দলকে জয় উপহার দেয়ার পর ম্যাচ শেষে নিজের অনুপ্রেরণার গল্প বলতে গিয়ে ইমরুল বলেন, আমি একটি ব্যাপার বিশ্বাস করি, কেউ যদি কঠোর পরিশ্রম করে, সে তার ফল পাবেই। আমি মুশফিককে দেখে অনেক কিছু শিখি। মুশফিক যেভাবে কষ্ট করে, ও কিন্তু কষ্ট করেই আজকের মুশফিকুর রহিম হয়েছে। আমি সবসময় এটা অনুসরণ করার চেষ্টটা করি। বিশ্বাস করি যে কষ্ট করলে তার ফল পাওয়া যায়। জিম্বাবুয়ের বিপক্ষে গতকাল মিরপুরে ৬ উইকেট হারিয়ে যখন বিপদে বাংলাদেশ তখনই হাল ধরেন ইমরুল। দৃঢ় ব্যাটিয়ে একাই টেনেছেন তিনি। তার সেঞ্চুরিতে জয়ের ভীত রচিত হয় বাংলাদেশের। গতকালের পরিকল্পনা নিয়ে ইমরুল বলেন, শুরুটা কিন্তু যা চাচ্ছিলাম তা হচ্ছিল না। একটা সময়ে সংগ্রাম করতে হয়েছে। ড্রাইভ খেলা যাচ্ছিল না। যেকোনো সময় বল লাফ দিচ্ছিল। আমি যখনই চিন্তা করছিলাম যে স্টোক খেলব তখনই একটা করে উইকেট ডাউন হচ্ছিল। তখন আবার নিজেকে গুটিয়ে নিচ্ছিলাম। আমি চেষ্টা করছিলাম শেষ পর্যন্ত ব্যাটিং করি দেখি কি হয়। আমি ব্যাটিং করে বুঝছিলাম ২৪০-৫০ ওখানে ভালো স্কোর। সো ওভাবেই ব্যাটিং করছিলাম। এজন্য শেষ পর্যন্ত ব্যাটিং করেছি ওভাবেই সফল হয়েছি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর