× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ইমরুলের ডাক নাম ‘পটু’ কেন?

খেলা

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০১৮, সোমবার

জন্মের পরপরই মা-বাবা, আত্মীয় স্বজনরা সন্তানের নামকরণ করে থাকেন। এর মধ্যে একটি থাকে আসল নাম যা জন্মসনদসহ সবজায়গাতেই ব্যবহৃত হয়। এ ছাড়া থাকে ডাক নাম। কারো একটি আবার কারোবা একাধিক। আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিতজনরা মূলত এই ডাকনামগুলোতেই ডেকে থাকেন। মাঝে-মধ্যে এই ডাকনামগুলো হয় অদ্ভুত কিংবা মজার। বাংলাদেশের ক্রিকেটারদেরও রয়েছে এমন অদ্ভুত কিংবা মজার সব ডাক নাম। এই যেমন ইমরুল কায়েস।
বাঁহাতি এই ওপেনার ক্রিকেটাঙ্গনে পরিচিত ‘পটু’ বা ‘পটু ভাই’ নামে। ইমরুলই হয়তো বাংলাদেশ দলের একমাত্র ব্যাটসম্যান, যিনি কি না এখন পর্যন্ত ৮-৯ বার বাদ পড়ে ফিরে এসেছেন। বারবার বাদ পড়েও ফিরে আসাতে পটু বলেই কী ইমরুলের ডাক নাম এমন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন ছুঁড়ে দেয়া হয়েছিল বাঁহাতি এই ওপেনারের দিকে। যদিও প্রশ্ন শুনেই হেসে দেন ইমরুল। হাসি থামিয়ে পরবর্তী সময়ে এই নামের রহস্য ফাঁস করেন ইমরুল নিজেই। ৩১ বছর বয়সী বাঁহাতি এই ওপেনারের জানান, ভিক্টোরিয়া ক্লাবের এক কর্মকর্তার নাম ছিল পটু। তার এই নামে সতীর্থ এক ক্রিকেটারকে মজা করে ডাকতেন তিনি। এক সময় উল্টো তাকেই সবাই এই পটু নামে ডাকা শুরু করে দেয়। নিজের ডাকনামের রহস্য নিয়ে ইমরুলের ভাষ্য, পটু নামটা আসলে ভিক্টোরিয়ার একজন অফিসিয়ালের ছিল। আমাদের এক ক্রিকেটারকে আমি ডাকতাম এই নামটা বলে। ওই নামটা আমার দিকে কনভার্ট হয়ে গেছে। আমি জানি না কিভাবে আমার কাছে আসলো। ইমরুলের ব্যাটে চড়েই তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়েকে ২৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে ইমরুল খেলেন ক্যারিয়ার সেরা ১৪৪ রানের ইনিংস। ১৪০ বলের এই ঝলমলে ইনিংস খেলার পথে তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ৪৯ রান, চতুর্থ উইকেটে মোহাম্মদ মিঠুনের সঙ্গে ৫১ রান ও সপ্তম উইকেট জুটিতে মোহাম্মদ সাইফুদ্দিনের সঙ্গে ইমরুল গড়েন ১২৭ রানের জুটি। শেষ পর্যন্ত দল পায় ২৭১ রানের বড় পুঁজি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর